

উইমেনআই প্রতিবেদক:
রাজধানীর হাজারীবাগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মাহবুব মোরশেদ নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন ওই ভুক্তভোগীর বাবা।
রোববার (১২ জুন) সকালে হাজারীবাগের ঝিগাতলায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের সামনে এ ঘটনা ঘটে।
মেয়ের বাবা জানান, তার মেয়ে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠার জন্য পায়ে হেঁটে বাসা থেকে ঝিগাতলা যাওয়ার পথে এক বখাটে একা পেয়ে তাকে উত্ত্যক্ত করে। এ সময় পেছন থেকে জাপটে ধরার চেষ্টা করলে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই বখাটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়ের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকজন মিলে ছেলেটিকে আটক করা হয়। পরে ৯৯৯ এ কল করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাতটার দিকে ‘জাতীয় জরুরি সেবা’ নম্বরে কল করে এক বাবা তার মেয়ের শ্লীলতাহানি হয়েছে এমন অভিযোগ করে তাৎক্ষণিক সহায়তা চান। পরে হাজারীবাগ থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাহবুব মোরশেদ (২৬) নামে ওই বখাটে যুবককে গ্রেপ্তার করে। শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উইমেনআই২৪ডটকম//এল//9.05 pm