
ছবি সংগৃহীত
রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানীর ঘটনায় র্যাব-৩ তিনজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) র্যাবের স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন: প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশান (২৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের বাসিন্দা; মো. রাইসুল ইসলাম (২১), বরিশাল সদর উপজেলার চহটা গ্রামের বাসিন্দা; এবং মো. কাউসার হোসেন (২১), বরিশাল সদর উপজেলার রাজ্জাকপুর গ্রামের বাসিন্দা।
সনদ বড়ুয়া জানান, ২ এপ্রিল রাতে বনশ্রীতে ঘটে যাওয়া এই নারী হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি র্যাব-৩ এর নজরে আসার পর তারা দ্রুত তদন্ত শুরু করে এবং রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী তরুণী ওই রাতে একটি জুস দোকানে ছিলেন। সেখানে এক অজ্ঞাতনামা ব্যক্তি তার দিকে বারবার তাকাচ্ছিলেন, যা নিয়ে তরুণী প্রশ্ন করলে তিনি উত্তেজিত হয়ে চিৎকার শুরু করেন। পরে, দোকান থেকে বের হওয়ার পর ওই ব্যক্তি ও তার সহযোগীরা তরুণীকে মারধর করে এবং শ্লীলতাহানি করে।
ভুক্তভোগীর ছোট ভাই ও বন্ধু ঘটনাস্থলে উপস্থিত হলে তাদেরও মারধর করা হয়। গ্রেপ্তারকৃতরা তরুণীকে ধর্ষণের হুমকি দেয় এবং তাদের মোবাইল ফোনে আরও অজ্ঞাতনামা ১০-১২ জন লোককে ডেকে আনে।
এ ঘটনায় র্যাব-৩ গ্রেপ্তারকৃতদের রামপুরা থানায় হস্তান্তর করেছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইউ