দার্জিলিংয় .............. ছবি: সংগৃহীত
শীতের ছুটিতে দার্জিলিং ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে? তাহলে এবার থেকে কিছুটা বাড়তি খরচ হবে। কারণ এবার থেকে কর গুনতে হবে পর্যটকদের।
ভারতের পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য দার্জিলিংয়ে ‘পর্যটন কর’ আদায়ের সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং পৌরসভা।
পৌরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি জানান, এই কর নতুন কিছু নয়, এটি আগেও একসময় চালু ছিল দার্জিলিংয়ে। মাঝে নেয়া বন্ধ ছিল, এখন আবার চালু করা হলো। মূলত দার্জিলিং শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে বেশি খরচ হচ্ছে পৌরসভার। করের টাকা এখানে কাজে লাগানো হবে।
কত টাকা দিতে হবে পর্যটকদের? দার্জিলিং পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, কর বাবদ পর্যটকদের ভারতীয় মুদ্রায় ২০ রুপি দিতে হবে। ৫ বছরের কম বয়সী পর্যটকরা এই করের আওতামুক্ত থাকবেন।
এ সিদ্ধান্ত এরই মধ্যে বিভিন্ন হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। তবে তারা খবরটিতে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, তাদের সঙ্গে কোনো আলোচনায় না গিয়েই এ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পৌরসভা। অতীতে তাদের এ ধরনের বিষয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে বলে জানান তারা।
//জ//