ঢাকা, বাংলাদেশ

সোমবার, পৌষ ১৫ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪

English

ভ্রমণ

সিলেটে কমছে নদ-নদীর পানি

খুলে দেয়া হলো জাফলং ও রাতারগুল

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২২:১৮, ২৩ জুন ২০২৪

খুলে দেয়া হলো জাফলং ও রাতারগুল

সংগৃহীত ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ও রাতারগুল পর্যটনকেন্দ্র খুলে দেয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

রোববার (২৩ জুন) উপজেলা পর্যটন কমিটি জাফলং পর্যটন কেন্দ্রগুলো চালু করার সিদ্ধান্ত নেয়। এর আগে, গত শুক্র ও শনিবার দুই দফা গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি টিম পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

এদিকে, সিলেটের নদ-নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফলে নগরীর বহু এলাকায় বন্যার পানি সরে যেতে শুরু করেছে। সেসব এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে পরিবার নিয়ে অবস্থান নেয়া মানুষেরা বাড়ি ফিরতে শুরু করেছেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘উপজেলার পর্যটন কেন্দ্রগুলো শর্তসাপেক্ষে রোববার দুপুর থেকে খুলে দেয়া হয়েছে। পর্যটন কেন্দ্রে পর্যটক, ট্যুর অপারেটর ও নৌকার মাঝিসহ সবাইকে অবশ্যই নির্দেশনা মেনে চলতে হবে।’ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় গত ১৭ জুন সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেয় প্রশাসন।

পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ২১ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে ৪০ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯৯ সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে ৮ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কমা অব্যাহত থাকলে আজকের (রোববার) মধ্যেই আরো ২টি পয়েন্টে পানি বিপৎসীমার নিচে নেমে যাবে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মো. সজিব হোসাইন বলেন, রোববার সিলেটের কোথাও বৃষ্টিপাত হয়নি। আগামী ২৮ জুন থেকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু বর্ষা মৌসুম চলমান, আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, বন্যাকবলিত এলাকা সমূহে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। পানি কমা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্যটন স্পটগুলো পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে।

//এল//

‘ডিজিটাল জগতে নিরাপত্তার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে’

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা 

ছাত্রদল সভাপতির সঙ্গে দীপ্তির বাকবিতণ্ডা, হাসনাতের প্রতিবাদ 

ফের ৪৩তম বিসিএসের প্রজ্ঞাপন, আরও ১৬৮ প্রার্থী বাদ

‘ঘোষণাপত্র’ ঘিরে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা 

কমলাপুর রেলস্টেশনের মনিটরে হঠাৎ পর্নোগ্রাফি, ভাঙা হলো ইট ছুঁড়ে

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে মোবাইল কোর্ট

ব্রহ্মপুত্র নদ দখল-দূষণ মুক্ত করতে হবে

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

প্রান্তিক নৃ-গোষ্ঠীর অধিকার সুরক্ষায় গণমাধ্যমগুলোকে তৎপরের আহ্বান

সীমান্তে বিজিবি সদস্যদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট

গুজব ছড়িয়ে হয়রানির নিন্দা ৬৬ বিশিষ্ট নাগরিকের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চালিয়ে যেতে হবে: ব্যারিস্টার একেএম কামরু

বানারীপাড়ায় দৃর্বৃত্তদের হামলায় পক্ষাঘাতগ্রস্ত রোগী গুরুতর আহত