
সংগৃহীত ছবি
নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ দিনদিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে। পণ্য বাজারজাতকরণের ভিন্নতা এসেছে। এক্ষেত্রে অনলাইন প্লাটফর্ম দ্রুত জনপ্রিয় হচ্ছে। তথ্য প্রযুক্তির যুগে নারী উদ্যোক্তাদের অনলাইন প্লাটফর্মে সম্পৃক্ত করতে তথ্য আপা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বললেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
আজ শনিবার (১২ এপ্রিল) সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে
রংপুরে ই-কমার্সে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি একথা বলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো: ময়নুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাহানা শারমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রশিক্ষণ সমন্বয়ক ও সিনিয়র প্রশিক্ষক সৈয়দ রাকিবুল হক। এছাড়াও ছিলেন তথ্য আপা প্রকল্পের পরিচালক শাহনাজ বেগম নীনা এবং তথ্য আপা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক নাজমুল ইসলাম।
মমতাজ আহমেদ এনডিসি বলেন, বর্তমান আমাদের সমাজে নারীদের মধ্যে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যের জাগরণের যে অবস্থান তা বেগম রোকেয়ার অবদান। তবে সমাজে নারীদের প্রতিষ্ঠিত হতে এখানো অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়।
তথ্য আপা প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। যা নারীর ক্ষমতায়নকে বেগবান করেছে।
বক্তারা নারী উদ্যোক্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান, নারী উদ্যোক্তাদের নিয়ে সমবায় সমিতি গঠন, অনলাইন প্লাটফর্মে পণ্য বাজারজাতকরণ বিষয়ে ব্যাপক প্রচার, নতুন নারী উদ্যোক্তা তৈরি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করা প্রভৃতি বিষয় তুলে ধরেন।
//এল//