ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২৮ মার্চ ২০২৫

English

প্রযুক্তি

‘ডিজিটাল জগতে নিরাপত্তার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে’

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২১:৩৬, ৩০ ডিসেম্বর ২০২৪

‘ডিজিটাল জগতে নিরাপত্তার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে’

সংগৃহীত ছবি

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ নিয়ে জনসাধারণের আলোচনার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ সুশীল সমাজ ও অংশীদারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এটি নাগরিকের স্বাধীনতা ও ডিজিটাল জগতে নিরাপত্তার ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলতে পারে।

সোমবার  সন্ধ্যায় ডিজিটাল নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন ‘ভয়েস’  "সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪: চ্যালেঞ্জ ও সম্ভাবনা" শীর্ষক একটি ওয়েবিনারে বক্তারা একথা বলেন । যেখানে মানবাধিকার কর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ, আইনজীবী ও ডিজিটাল অধিকার নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা অংশ নেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় অনুষদের সাইমুম রেজা তালুকদার ওয়েবিনারটি পরিচালনা করেন। 
 
ওয়েবিনারে বক্তারা সাইবারবুলিং সংক্রান্ত ধারা এবং ঘৃণাসূচক বক্তব্যে, সাংবাদিকদের জন্য ঝুঁকি এবং আত্মরক্ষার ভয় এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করেন।
অধ্যাদেশে ন্যাশনাল সাইবার সিকিউরিটি কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে, যা সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হবে। তবে সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ এবং ভারসাম্যের নিশ্চয়তা দেয়া হলেও এটি মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা এবং মানবাধিকারের উপর প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এছাড়া ওয়েবিনারে প্রমাণ ছাড়াই তল্লাশি, গ্রেপ্তার ও নজরদারির বিধান নিয়েও আলোচনা করা হয়।
 সাইমুম রেজা তালুকদার বলেন, “একজন ব্যক্তি যখন বিনা বিচারে আটক থাকেন সেটি তাঁর মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। এই নতুন আইন পুরনো সেই সংস্কৃতির পুনরাবৃত্তি। ”


সামাজিক-রাজনৈতিক বিষয়ক গবেষক এবং মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন বলেন,’সাইবার সুরক্ষা অধ্যাদেশটির বহুবিধ ত্রুটি রয়েছে যেমন অনৈতিক গ্রেপ্তার, মত প্রকাশের স্বাধীনতা হ্রাস, এবং তথ্যের নিরাপত্তার অভাব। সরকারকে এটি সংস্কারের জন্য একটি দল গঠন করতে হবে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার অগ্রাধিকার পাবে।‘ 


আলোচনার লক্ষ্য ছিল অধ্যাদেশ সংস্কারের জন্য গঠনমূলক উপায় খুঁজে বের করা এবং সাইবার নিরাপত্তা সমস্যা সমাধানের পাশাপাশি মানবাধিকার রক্ষা নিশ্চিত করা।


ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন,‘আইন মানুষের পক্ষে হওয়া উচিৎ এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সাংবিধানিক ও আন্তর্জাতিক মানবাধিকার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা প্রয়োজন। এক্ষেত্রে গোয়েন্দা সংস্থার ক্ষমতা কমিয়ে জনস্বার্থে গুরুত্ব আরোপ করতে হবে।‘ 


এছাড়া ‘ভয়েস’ সরকারকে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করে এমন আইন প্রণয়নের আহ্বান জানায়, যা মত প্রকাশের স্বাধীনতাকে বাধাপ্রাপ্ত না করে সাংবাদিকতা ও মানবাধিকার সুরক্ষায় সহায়ক হবে।

//এল//

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর গঠন

শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের বড় ভূমিকা চান ড. ইউনূস

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে  ৭ এপ্রিলের টিকিট

নির্ধারিত সময়েই প্ল্যাটফর্মে ট্রেন, উচ্ছ্বসিত যাত্রীরা 

রাজধানীতে বাস উল্টে ৭ নারী আহত

৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২৯টি নতুন প্রকল্প অনুমোদন

ঢাকার কোনাপাড়া ও আমিনবাজারে ১২টি সীসা ব্যাটারি কারখানা বন্ধ

ডিজিটাল ও নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিতের আহবান

পৃথিবীর বুকে বাংলাদেশকে আলোকিত করবে: শারমীন 

প্যালেস্টাইনের ইসরাইলের হামলায় নাগরিক সমাজের বিবৃতি

রাস্তার গ্যাসলাইন লিক হয়ে ঘরে আগুন, স্বামী-স্ত্রীর প্রাণহানী

টানা ৯ দিনের ঈদের ছুটি শুরু, ফাঁকা হচ্ছে রাজধানী

চীনে ২০২৮ সাল পর্যন্ত শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ

আজ জুমাতুল বিদা