সংগৃহীত ছবি
চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে আনল নতুন ফ্লিপ ফোন। যার মডেল নোভো ফ্লিপ। সম্প্রতি চীনের বাজারে এই ফোন ছেড়েছে কোম্পানি।
ফোনটির ডিসপ্লে ভাঁজ করা যায়। কেননা, এতে নমনীয় ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, ৬৬ ওয়াটের ফাস্ট চাজিং ফিচার।
হওয়াওয়ের নোভা লাইনআপের প্রথম ফ্লিপ ডিভাইস এটি। এতে একটি ৬.৯৪ ইঞ্চির এলটিপিও ওলিড প্রাইমারি ডিসপ্লে এবং ২.১৪ ইঞ্চির ওলিড কভার ডিসপ্লে রয়েছে।
এই স্মার্টফোনটি গ্রিন, সাকুরা পিংক, জিরো হোয়াইট এবং স্টারি ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে।
হুয়াওয়ে নোভা ফ্লিপ স্মার্টফোনটিতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হয়েছে। এই মেইন ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ।
নোভো ফ্লিপে ৪৪০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ৬৬ ওয়াট ওয়্যার চার্জিং সমর্থন করে। ফোনটির থিকনেস ৬.৮৮ মিমি এবং এর ওজন ১৯৫ গ্রাম।
ফোনটির পিছনের দিকে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক ১/১.৫৬ ইঞ্চি আরওয়াইওয়াইবি ক্যামেরা। যার অ্যাপারচার এফ/১.৯, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড। সামনে একটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে।
হুয়াওয়ে নোভা ফ্লিপে কানেক্টিভিটির জন্য ওয়াইফাই, ব্লুটুথ, ফোরজি, জিপিএস প্রভূতি।
//এল//