ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, কার্তিক ২ ১৪৩১, ১৮ অক্টোবর ২০২৪

English

প্রযুক্তি

স্মার্টফোনে ইউটিউব ব্যবহারে গুনতে হবে টাকা!

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২১:৪২, ৩০ জুন ২০২৪

স্মার্টফোনে ইউটিউব ব্যবহারে গুনতে হবে টাকা!

সংগৃহীত ছবি

ইউটিউব ছাড়া স্মার্টফোন যেন ফাঁকা ফাঁকা লাগে। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর মতো এটিও বেশ জনপ্রিয় মোবাইল ব্যবহারকারীদের কাছে। কিন্তু, ভিডিও দেখার সময়ে মাঝখানে যে অ্যাডগুলো আসে, তা যেন বিরক্তিকর। আর তা থেকে মুক্তি দিতেই নতুন সাবস্ক্রিপশন প্ল্যান এনেছে ইউটিউব। অর্থাৎ মাস গেলে টাকা খরচ করলে, তবেই অ্যাড-ফ্রি ইউটিউব উপভোগ করা যাবে।


এই নতুন সাবস্ক্রিপশন প্ল্যান আন্তর্জাতিভাবে লঞ্চ করা হয়েছে। কোনও রকম অ্যাড ছাড়া ইউটিউব দেখতে চাইলে এই সাবস্ক্রিপশন নিতে হবে ব্যবহারকারীদের। এই দাম ফিক্সড রাখা হয়েছে। মাসে খরচ হাজারখানেক টাকা। এই সাবস্ক্রিপশন নিলে তবেই অ্যাড-ফ্রি ইউটিউব উপভোগ করতে পারবেন। ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানের অধীনে এই প্যাকগুলো আনা হয়েছে। কোম্পানি জানিয়েছে, তারা নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানের উপর কাজ শুরু করেছে। এবং সেসব প্ল্যান সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে তাদের।

স্মার্টফোন ব্যবহারকারীর একটা বড় অংশ ইউটিউব ব্যবহার করেন। এই প্ল্যাটফর্মে নানা বিষয়ে ভিডিও উপভোগ করা যায়। দর্শকদের পাশাপাশি বহু মানুষের অর্থ উপার্জনের মাধ্যমও হয়ে উঠেছে ইউটিউব। কিন্তু, এই প্ল্যাটফর্মে ভিডিওর মাঝে বিভিন্ন বিজ্ঞাপন দেখার আনন্দ নষ্ট করে দেয়।

ইউটিউব ঘাঁটার সময় কোনও অ্যাড যাতে আপনাকে না বিরক্ত করে, তার জন্যই এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান এনেছে কোম্পানি। যারা ইউটিউবের অ্যাক্টিভ ইউজার বা নিয়মিত নানা বিষয়ে ভিডিও দেখেন তারা এই প্ল্যানগুলো বিবেচনা করতে পারেন।

এই টাকা খরচ না করলে কি ইউটিউব দেখা যাবে না? এই প্রশ্ন আসাটা স্বাভাবিক। ভিডিও প্ল্যাটফর্মটি স্পষ্টত জানিয়েছে, ইউটিউব সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ এখানে ভিডিও দেখার জন্য এক টাকাও খরচ করতে হবে না। তবে যারা নন-প্রিমিয়াম সাবস্ক্রাইবার তাদের ভিডিওর মাঝে বিভিন্ন বিজ্ঞাপন দেখতে হবে। সেই বিজ্ঞাপন শেষ হলেও তবেই ভিডিয়োটি চালানো যাবে।

ইউটিউব প্রিমিয়াম নেওয়ার জন্য অ্যাপে গিয়ে প্রোফাইল পিকচার অপশনে ট্যাপ করতে হবে। তারপর Get Youtube Premium অপশনে ক্লিক করতে হবে। এবার যে প্ল্যানটি নিতে চান, সেটি সিলেক্ট করে টাকা পেমেন্ট করলেই আপনি ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবার হয়ে যাবেন।

//এল//

রুপালি গিটার ফেলে চলে যাওয়ার ছয় বছর

স্বর্ণের দামে বিশ্ব রেকর্ড, বাড়তে পারে দেশেও

শেখ পরিবারের যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন না ড. ইউনূস

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’, আঘাত হানতে পারে যেখানে

নির্বাচন কবে হবে জানালেন আইন উপদেষ্টা

ডিমের পর এবার মুরগির বাজারে অস্বস্তি

একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুজেয় শ্যাম আর নেই

স্বাস্থ্য ও গণমাধ্যমসহ আরও ৪ কমিশন গঠন

সাকিবকে দেশে ফিরতে সরকার নিষেধ করেনি: রিজওয়ানা হাসান

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

দাবিতেই সীমাবদ্ধ সিলেটের চা শ্রমিকদের জীবন 

বুদ্ধিজীবী কবরস্থানে অন্তিম শয়নে ‘অগ্নিকন্যা’

সালমান খানকে হত্যার জন্য ২৫ লাখ রুপিতে চুক্তি