
ছবি সংগৃহীত
আলোক স্বল্পতায় আগেভাগেই শেষ হয়ে গেছে সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা। তবে তার আগে ব্যাট হাতে দারুণ নিয়ন্ত্রিত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও জাকের আলীর দৃঢ়তায় ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। এতে ১১২ রানের লিডে রয়েছে টাইগাররা।
দিনের শুরুটা হয়নি ক্রিকেট উপযোগী। সকাল সেশনটাই ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করেন মাহমুদুল হাসান জয় (২৮ রান) ও মুমিনুল হক (১৫ রান)। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই জয় ব্যক্তিগত ৩৩ রানে আউট হয়ে ফেরেন সাজঘরে।
চারে নেমে নাজমুল হোসেন শান্ত ওয়ানডে ধাঁচে ব্যাটিং চালিয়ে যান। মুমিনুল হক তার সঙ্গে দারুণ জুটি গড়লেও ফিফটির আগে, ৪৭ রানে ক্যাচ দিয়ে বিদায় নেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম দুই ইনিংসেই ব্যর্থ, দ্বিতীয় ইনিংসেও মাত্র ৪ রান করে আউট হন।
তবে শান্ত নিজের ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন। তার সাথে জুটি বাঁধেন জাকের আলী অনিক। তৃতীয় সেশনের মাঝামাঝি সময়ে সিলেটের আকাশে মেঘ জমে, আর পর্যাপ্ত আলো না থাকায় আম্পায়াররা খেলা বন্ধ করেন। কিছুক্ষণ অপেক্ষার পর দিনের খেলা স্থগিত ঘোষণা করা হয়।
দিন শেষে ৫৭ ওভার খেলে বাংলাদেশ ৪ উইকেটে তোলে ১৯৪ রান। শান্ত ৬০* এবং জাকের আলী ২১* রানে অপরাজিত রয়েছেন। এর মাধ্যমে টাইগাররা জিম্বাবুয়ের বিপক্ষে ১১২ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করবে।
আলোক স্বল্পতায় খেলা আগেভাগে শেষ হওয়ায়, চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শুরু হবে বলে জানিয়েছে ম্যাচ অফিসিয়ালরা।
ইউ