
ফাইল ছবি
চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। সাদা বলের এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে এই সিরিজের সময়সূচি ঘোষণা করেছে।
ভারতীয় দল ঢাকায় পা রাখবে ১৩ আগস্ট। এরপর ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে ২০ আগস্ট, আর তৃতীয় ও শেষ ওয়ানডে ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৬ আগস্ট চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে এই ফরম্যাটের লড়াই। এরপর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দুটি ২৯ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে।
সূচি: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৫
ওয়ানডে সিরিজ
০ মিরপুর
* ১ম ওয়ানডে – ১৭ আগস্ট
* ২য় ওয়ানডে – ২০ আগস্ট
০ চট্টগ্রাম
* ৩য় ওয়ানডে – ২৩ আগস্ট
টি-টোয়েন্টি সিরিজ
০ চট্টগ্রাম
* ১ম টি-টোয়েন্টি – ২৬ আগস্ট
০ মিরপুর
* ২য় টি-টোয়েন্টি – ২৯ আগস্ট
* ৩য় টি-টোয়েন্টি – ৩১ আগস্ট
ইউ