
ফাইল ছবি
তামিম ইকবালের সঙ্গে সাকিব আল হাসানের বন্ধুত্ব অনেক পুরোনো, তবে সম্প্রতি তাদের সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন দেখা দিয়েছিল। গতকাল, হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তামিম। এর পর সাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ‘ভাই’ ও ‘বন্ধু’ সম্বোধন করে দ্রুত সুস্থতা কামনা করেন।
মঙ্গলবার (২৫ মার্চ) তামিমকে দেখতে গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা ও মা শিরিন আক্তার। তাঁরা হাসপাতালে গিয়ে তামিম ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন।
এক পর্যায়ে, এক সাংবাদিক সাকিবের বাবা মাশরুর রেজাকে প্রশ্ন করেন, ‘তামিম তো আপনার ছেলের মতোই, তাকে এই অবস্থায় দেখে কেমন লাগছে?” এই প্রশ্নের জবাবে সাকিবের বাবা বলেন, “ছেলের মতো না... তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু। ইকবাল ভাই তো আমার খেলার বন্ধু। তামিমের মায়ের বিয়ের আগেই কিন্তু তাঁর বাবার সঙ্গে আমার সম্পর্ক।’
২৪ মার্চ (সোমবার) বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে আসেন তামিম। পরে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হার্ট অ্যাটাকের পর এখন একটি রিং পরানো হয়েছে। সাকিবের বাবা মাশরুর রেজা বলেন, ‘তামিম ভালো আছে। খুব শিগগির বাসায় চলে যেতে পারে। তামিমের সঙ্গে সাকিবের কথা হচ্ছে কি না, আমি জানি না।’
এছাড়া, তিনি আরো বলেন, ‘দোয়া করা ছাড়া আর কী আছে। তামিমকে দেখলাম, তার জন্য দোয়া করলাম। আমি গতকালও তার জন্য নামাজ পড়ে দোয়া করেছি।’
তামিমের দ্রুত সুস্থতা কামনা করছেন দেশের ক্রিকেট প্রেমীরা।
ইউ