
সংগৃহীত ছবি
৫ রানে প্রথম উইকেট এবং ১৪ রানে নেই দ্বিতীয় উইকেট। টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স খেলো বড় একটি ধাক্কা। কিন্তু ন্যাট শিভার ব্রান্ট এবং অধিনায়ক হারমানপ্রিত কউরের ব্যাটিং দৃঢ়তা মুম্বাই ইন্ডিয়ান্সকে সেখান থেকে নিয়ে গেলো ১০৩ রানে।
শেষ পর্যন্ত নারী আইপিএলের ফাইনালে প্রথম ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাব দিতে নেমে দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করে। শেষ ওভারে গিয়ে দিল্লি হেরে যায় মাত্র ৮ রানের ব্যবধানে। সে সঙ্গে ২০২৩ সালের পর দ্বিতীয়বার নারী আইপিএলে চ্যাম্পিয়ন হলো মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস জিতে মুম্বাই অধিনায়ক হারমানপ্রিত কউরকে ব্যাট করার আমন্ত্রণ জানান দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই।
এরপর তৃতীয় উইকেটে ন্যাট শিভার ব্রান্ট এবং অধিনায়ক হারমানপ্রিত কউর মিলে গড়ে তোলেন ৮৯ রানের জুটি। এই জুটিই মূলত মুম্বাইয়ের জয়ের ভিত গড়ে দেয়। ২৮ বলে ৩০ রান করে আউট হন ন্যাট শিবার ব্রান্ট। ৪৪ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক হারমানপ্রিত কউর।
পরের ব্যাটাররা খুব বেশি কিছু করতে পারেননি। আমেলিয়া কের ২ রানে, সজিবান সাজানা শূন্য এবং গুনালান ১০ রান করে আউট হন। আমানজত কউর অপরাজিত থাকেন ১৪ রানে। মারিজানে কাপ ১১ রান দিয়ে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে মারিজানে কাপের ২৬ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস এবং জেমিমা রদ্রিগেজের ২১ বলে ৩০ রানের ওপর ভর করে জয়ের প্রায় কাছে চলে গিয়েছিলো দিল্লি ক্যাপিটালস। শেষ দিকে নিকি প্রাসাদ ২৩ বলে ২৫ রান করেও দলকে জেতাতে পারলেন না। দিল্লি ক্যাপিটালসে থেমে যায় ৯ উইকেট হারিয়ে ১৪১ রানে। ন্যাট শিবার ব্রান্ট নেন ৩ উইকেট।
//এল//