ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ১৩ মার্চ ২০২৫

English

খেলাধুলা

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ:

দ: আফ্রিকাকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১৮:৩৭, ২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:১৫, ২ ফেব্রুয়ারি ২০২৫

দ: আফ্রিকাকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-১৯ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষকে গুঁড়িয়ে অপরাজেয় থেকে শিরোপা ধরে রাখল ভারতের মেয়েরা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে ৯ উইকেটে জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকার ৮২ রান ১১.২ ওভারেই টপকে গেছে দারুণ ছন্দে থাকা দলটি।


বয়সভিত্তিক এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর এটি। দুবারই চ্যাম্পিয়ন হলো দক্ষিণ এশিয়ার দলটি। ২০২৩ সালের ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল তারা।

এবার দুই দলই ফাইনালে উঠেছিল অপরাজিত থেকে। কিন্তু শিরোপা লড়াইয়ে মঞ্চে নিজেদের যেন হারিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা।

গত বছর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিল ভারত।

টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকাকে শুরু থেকে চেপে ধরে ভারত। ৩ উইকেটে ২৯ রানে পাওয়ার প্লে শেষ করে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। প্রতিরোধের চেষ্টা করেন অধিনায়ক কায়লা রেইনেকে (২১ বলে ৭) ও কারাবো মেসো (২৬ বলে ১০)। কিন্তু পরপর দুই ওভারে বিদায় নেন দুইজনই।

ইনিংসে দলটির সর্বোচ্চ ৩০ রানের জুটি গড়েন মিকাহ ফন ভুর্স্ট ও ফে কাওলিং। তাদের হয়ে ৩ চারে ১৮ বলে সর্বোচ্চ ২৩ রান করেন ফন ভুর্স্ট।

১৫ রানে ৩ উইকেট নিয়ে নিয়ে ভারতের সফলতম বোলার গঙ্গাদি তৃষ্ণা। ৬ রানে পারুনিকা সিসোদিয়া ও ৯ রানে আয়ুশি শুক্লা ধরেন দুটি করে শিকার। ভাইশ্নাবি শার্মাও দুই উইকেট পান।

চমৎকার বোলিংয়ের পর ব্যাট হাতেও আলো ছড়ান তৃষ্ণা। দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। ৮ চারে ৩৩ বল ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। আরেক ওপেনার কমলিনি অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ৮ রান করে বিদায় নেন তিনি।

তাদের উদ্বোধনী জুটিতে আসে ৩৬ রান। তৃষ্ণার সঙ্গে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে ফেরেন সানিকা চাল্কে। ৪টি চারে ২২ রানে ২৬ রান করেন সানিকা।

//এল//

২৮ মার্চ শি’র সঙ্গে বৈঠকে বসবেন ইউনূস: পররাষ্ট্র মন্ত্রণালয়

জাতিসংঘের মহাসচিবের সফরকালে জরুরি পদক্ষেপের আহ্বান

নাম পরিবর্তন হলো বঙ্গবন্ধুসহ তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

মাগুরার শিশু আছিয়ার মৃত্যুতে গণফোরামের শোক

চাকরি থেকে বিরতি নেওয়া নারীদের কাজে ফেরানোর উদ্যোগ

শিশুদের যৌন নির্যাতন মোকাবেলায় সরকারের তাৎক্ষণিক পদক্ষেপের দাবি

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার শোক

সেনা অভ্যুত্থানের খবর ভিত্তিহীন: প্রেস উইং

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর জানাজা অনুষ্ঠিত

দেশে তিন মাসে কোটিপতি বেড়েছে ৫ হাজার

মাগুরায় শিশু আছিয়ার গ্রামের বাড়িতে শোকের মাতম 

জন্ম ও মৃত্যু নিবন্ধনে গণযোগাযোগের ভূমিকা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকায়

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকায়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন