সংগৃহীত ছবি
মেয়েদের অনূর্ধ্ব–১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। আরও একটি বৈশ্বিক আসর, আরও একবার ভারতের সামনে পড়ে হতাশ হতে হলো বাংলাদেশকে।
কুয়ালালামপুরে রোববার সুপার সিক্সের ম্যাচ হয়েছে একতরফা। মূলত বাংলাদেশের ইনিংসের পরেই ঠিক হয়ে যায় ম্যাচের গতিপথ। ভারতের সঙ্গে ব্যাটিং বিপর্যয়ে ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ তুলতে পারে স্রেফ ৬৪ রান। ১২.৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে হেসেখেলে ওই রান তুলে নেয় ভারত।
বড় এই হারে বাংলাদেশের যাত্রা থেমে গেছে, অন্য দিকে ভারত নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনাল।
সুপার সিক্সে কেবল দুই পয়েন্ট নিয়ে আসতে পেরেছিল ইয়াং টাইগ্রেসরা। অস্ট্রেলিয়া ও ভারত গ্রুপ পর্বে বেশি ম্যাচ জিতে এসেছিল ৪ পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৬ ও ভারত বাংলাদেশকে হারিয়ে অর্জন করে নিয়েছে ৬ পয়েন্ট। সুপার সিক্সে বাকি ম্যাচ জিতলেও তাই তাদের সমান হওয়া সম্ভব নয়।
মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ভারতের কাছে ফাইনাল ম্যাচ হেরেছিল বাংলাদেশ। দুই দলের শক্তি পার্থক্য তখনই ধরা পড়েছিলো, এবার একই ছবি দেখা গেল আবার।
বিশ্বকাপের ম্যাচে সুমাইয়া আক্তার ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। সুমাইয়া করেন দলের হয়ে সর্বোচ্চ ২১ রান। বাকি সবার ব্যর্থতায় ৬৪ রানে থেমে লড়াই করার অবস্থা থাকেনি লাল সবুজের প্রতিনিধিদের।
বাংলাদেশের ইনিংস অল্পতে আটকে দিতে ১৫ রানে ৩ উইকেট নেন বৈষ্ণবী শর্মা। ম্যাচ সেরাও হন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল:২০ ওভারে ৬৪/৮ ( সুমাইয়া ২১*, জান্নাতুল ১৪; বৈষ্ণবী ৩/১৫, শবনম ১/৭)
ভারত অনূর্ধ্ব ১৯ দল: ৭.১ ওভারে ৬৬/২( ত্রিশা ৪০, সনিকা ১১; আনিসা ১/২৯, হাবিবা ১/১৫)
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: বৈষ্ণবী শর্মা।
//এল//