ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ২৮ জানুয়ারি ২০২৫

English

খেলাধুলা

সমীকরণ মেলাতে ব্যর্থ জ্যোতিরা, খেলতে হবে বাছাই পর্ব

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১০:৪১, ২৫ জানুয়ারি ২০২৫

সমীকরণ মেলাতে ব্যর্থ জ্যোতিরা, খেলতে হবে বাছাই পর্ব

সংগৃহীত ছবি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটিতে জয় পেলেই সরাসরি বিশ্বকাপে বাংলাদেশ’ এই সমীকরণ মাথায় নিয়েই ক্যারিবিয়ান সফরে গিয়েছিলেন জ্যোতি-নাহিদরা। তবে সমীকরণ মেলাতে ব্যর্থ হয়েছে টাইগ্রেসরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে তারা। এতে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাও হারাল বাংলাদেশের মেয়েরা।

 

শনিবার (২৫ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে ১১৮ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ২৭ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ান মেয়েরা।


সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। হাইলি ম্যাথিউস ও ইয়ানা জোসেফ মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৫ রান। ম্যথিউস ২২ রান করেন। আর জোসেফের ব্যাট থেকে এসেছে ৩৯ রান। এরপর বাকি কাজটা সহজেই সেরেছেন শ্যামেন ক্যাম্পবেল ও ডানডি ডটিন। ক্যাম্পবেল ২৫ রানে এবং ৩৩ রানে অপরাজিত ছিলেন ডটিন।


এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। মুর্শিদা খাতুন দ্রুত বিদায় নিলেও সেই ধাক্কা সামলে বড় রানের পথেই ছিল বাংলাদেশ। বিশেষ করে ফারজানা হক ও শারমিন আক্তারের দ্বিতীয় উইকেট জুটিতে ৬২ রান তুলেছিল বাংলাদেশ।তবে এই দুজনের বিদায়ের পরই পথ হারায় দিল। ৩ উইকেটে ৯৪ থেকে ১১৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

 

এই ম্যাচ দিয়ে নারী চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের খেলা শেষ করল বাংলাদেশ। যেখানে ২৪ ম্যাচে ৮ জয়ের বিপরীতে ১১ হার বাংলাদেশের। ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে জায়গা পেয়েছে তারা। নিউজিল্যান্ডের সংগ্রহও সমান ২১ পয়েন্ট, তবে নেট রান রেটে এগিয়ে থেকে ছয়ে আছে কিউই মেয়েরা।


স্বাগতিক ভারতসহ টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ভারত টেবিলের দুইয়ে থাকায় ছয় নম্বর দলেরও সরাসরি সুযোগ হচ্ছে। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে টপকে পাঁচে চলে যেত বাংলাদেশ। আর সেটা করতে পারলে বাছাই পর্ব ছাড়াই বিশ্বকাপ খেলতে পারত টাইগ্রেসরা।

//এল//

ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ৭ কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম 

৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

শেষ হলো ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী

শুরু হচ্ছে জাতীয় পিঠা উৎসব

পলিথিন, বায়ুদূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য

লালমাই পাহাড় ধ্বংসের বিষয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশনা

তামান্না ইসনাইন-এর ‘অবশেষে এলে তুমি’

রিক-এর ‘আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব’ প্রকল্প চালু

সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর বিষয়টি নিয়ে যা জানা গেল

‘ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না’ 

নিখোঁজের ৭ দিন পর শিশুর মরদেহ উদ্ধার 

১০ বিষয়ে একমত বিএনপি-ইসলামী আন্দোলন

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

হলমার্ক মামলায় কারাগারে এস কে সুর