ঢাকা, বাংলাদেশ

সোমবার, পৌষ ১ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪

English

খেলাধুলা

ভারত বধ করে টাইগারদের শিরোপা জয়

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৮, ৮ ডিসেম্বর ২০২৪

ভারত বধ করে টাইগারদের শিরোপা জয়

ছবি সংগৃহীত

পাঁচ বছর আগের প্রতিশোধ। ২০১৯ সালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ভারতের যুবারা। ২০২১ সালের আসরেও ভারতের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। সেই হারের হিসাব গত আসরেই ভারতকে বুঝিয়ে দিয়েছিল সেমি থেকে বিদায় করে। আর এবার পাঁচ বছর আগের ফাইনালে হারের চূড়ান্ত প্রতিশোধটা নিয়ে নিলো তরুণ টাইগাররা।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখল যুব টাইগাররা। ফাইনালের লড়াইয়ে শক্তিশালী ভারতকে একরকম পাত্তাই দিল না লাল-সবুজের দল।

রবিবার (৮ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারালো বাংলাদেশ।

ফাইনালে জয়টা অবশ্য সহজ ছিল না বাংলাদেশের জন্য। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ইনিংস বিরতির সময় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে লক্ষ্যটাকে মামুলি মনে হচ্ছিল। বাংলাদেশি পেসারদের অবিশ্বাস্য বোলিংয়ে সেই লক্ষ্যটাই ভারতের সামনে পাহাড়সম হয়ে দাঁড়ালো। টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নদের ৩৫ ওভার ১ বলে ১৩৯ রানে অলআউট করে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। 

বাংলাদেশের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায় ভারত। মাত্র ১ রান করে সাজঘরের পথ ধরেন আয়ুশ মাত্রে। দুর্দান্ত ফর্মে থাকা আরেক ওপেনার বৈভব সুরিয়াবংশীকে ফেরান মারুফ মৃধা। ভারত তৃতীয় উইকেট হারায় দলীয় ৪৪ রানে। 

চতুর্থ উইকেটে ২৯ রানের জুটি গড়েন কার্তিকেয়া এবং মোহাম্মদ আরমান। ৪৩ বলে ২১ রান করে ইকবাল হোসেন ইমনের শিকার হয়ে ফেরেন কার্তিকেয়া। এরপর হঠাৎ করেই ব্যাটিং ধস হয় ভারতের। আর ভারতকে সেই বিপর্যয়ে পড়তে বাধ্য করেন ইমন। কার্তিকেয়াকে ফেরানোর একই ওভারে নিখিল কুমারকে ফেরান তিনি। নিজের পরের ওভারে হারভানশ পাঙ্গালিয়াকেও ফেরান ইমন। মাত্র ৮ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে দেন এই পেসার।

ভারতের দলীয় সংগ্রহ যখন ৯২, তখন আঘাত হানেন আল ফাহাদ। কিরান করমালেকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে ভারতের সপ্তম উইকেট তুলে নেন এই পেসার। এক প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকলেও ভারতীয় অধিনায়ক মোহাম্মেদ আরমান অবশ্য অন্য প্রান্ত আগলে রাখছিলেন। অষ্টম উইকেটে হার্দিক রাজকে নিয়ে ২৩ রানের জুটি গড়েন তিনি।

হার্দিক এবং আরমানকে যখনই একটু সেট মনে হচ্ছিল উইকেটে, তখনই এসে ব্রেকথ্রু এনে দেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অফ স্পিনের ঘূর্ণিতে আরমানকে ফিরিয়ে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন তিনি। পরের ওভারে এসে হার্দিক রাজকেও ফেরান তিনি। ভারতের কফিনে শেষ পেরেকটাও ঠুকেছেন বাংলাদেশ অধিনায়কই। চেতন শর্মাকে বাউন্ডারিতে ক্যাচ বানিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। 

বাংলাদেশের হয়ে এদিন ৩টি করে উইকেট নিয়েছেন আজিজুল হাকিম এবং ইকবাল ইমন। দুটি উইকেট নিয়েছেন আল ফাহাদ। এছাড়া একটি করে উইকেট গেছে মারুফ মৃধা এবং রিজান হোসেনের ঝুলিতে। 

এর আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ৫ বল বাকি থাকতে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি যুবা টাইগারদের। স্কোরবোর্ডে ১৭ রান যোগ হতেই কালাম সিদ্দিকীর উইকেট হারায় তারা। আউট হওয়ার আগে ১৬ বল খেলে মাত্র ১ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে।    

দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৩৫ বলে ২০ রান করা জাওয়াদ আবরারকে ফেরান চেতন শার্মা। অধিনায়ক আজিজুল হাকিম তামিমও টিকতে পারেননি বেশিক্ষণ। ২৮ বল খেলে ১৬ রান করেই তাকে বিদায় নিতে হয়।  

চতুর্থ উইকেট জুটিতে মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন দলের হাল ধরেন। দলীয় ১২৮ রানে গিয়ে চতুর্থ উইকেট হারায় জুনিয়র টাইগাররা। ৪৭ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। দেবাশীষ সরকার দেবা টিকতে পেরেছিলেন মাত্র ৩ বল। ১ রান করেই ফেরেন সাজঘরে।   

আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি যুবা টাইগারদের। স্কোরবোর্ডে ১৭ রান যোগ হতেই কালাম সিদ্দিকীর উইকেট হারায় তারা। আউট হওয়ার আগে ১৬ বল খেলে মাত্র ১ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। 

দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৩৫ বলে ২০ রান করা জাওয়াদ আবরারকে ফেরান চেতন শার্মা। অধিনায়ক আজিজুল হাকিম তামিমও টিকতে পারেননি বেশিক্ষণ। ২৮ বল খেলে ১৬ রান করেই তাকে বিদায় নিতে হয়।

এরপর রিজান হোসেনও আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৩ রানের জন্য মিস করেছেন হাফ-সেঞ্চুরি। ৬৫ বল খেলে করেছেন ৪৭ রান। সামিউন বশির রাতুল ৭ বলে ৪ রান করে রানআউটে কাটা পড়েন। আল ফাহাদও ফিরলেন মাত্র ১ রান করে।  

ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন যুধাজিৎ। প্রথম বলেই তিনি শিকার করেন ইকবাল হোসেন ইমনকে। ৫ বল বাকি থাকতেই থামে বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে যুবাজিৎ, চেতন শার্মা ও হার্দিক রাজ নেন দুটি করে উইকেট। 

ইউ

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান

নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: রিজওয়ানা

১৪ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা

এসএসসি ও সমমান ফরম পূরণের সময় বাড়ল

মহান বিজয় দিবসে জাতীয় কর্মসূচি গ্রহণ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা রিমান্ডে

টি-টোয়েন্টি আমাদের জন্য সবসময় কঠিন: লিটন দাস

গানে কবিতায় শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাঞ্জলি

যোগ্য হয়েও প্রাপ্য সম্মান পাইনি: মৌসুমী হামিদ

শেষ রাতে পুলিশি টহল বাড়াতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

শেখ হাসিনা পরিবারের ৫ বিলিয়ন ডলার লোপাট: অনুসন্ধানে রুল

পিলখানা হত্যাকাণ্ড: আপাতত কমিশন গঠন করছে না সরকার

’’কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশমাতৃকার মুক্তি অসম্ভব’’ উক্তি: বেগম রোকেয়া

সাত বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন খালেদা জিয়া

পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে যে চুক্তি ও সমঝোতা হলো