ঢাকা, বাংলাদেশ

শনিবার, পৌষ ৬ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪

English

খেলাধুলা

গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৯, ৭ ডিসেম্বর ২০২৪

গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি

ছবি সংগৃহীত

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। শনিবার (৭ নভেম্বর) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।

গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে এবারই প্রথম আয়োজিত হয়েছে গ্লোবাল সুপার লিগ। পাঁচ দলের এই টুর্নামেন্টে খেলারই কথা ছিল না রংপুরের। বিপিএলের চ্যাম্পিয়ন দল হিসেবে ফরচুন বরিশালকে টুর্নামেন্টের জন্য আমন্ত্রণ জানিয়েছিল গায়ানা। তবে বরিশাল সদিচ্ছা না দেখানোয় রংপুর রাইডার্স সুযোগ পায় টুর্নামেন্টটিতে। আর সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে রংপুর। প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতে নিয়েছে দলটি। শুধু ট্রফিই নয়, বড় অঙ্কের অর্থ পুরস্কারও মিলেছে রংপুরের।  

গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল হিসেবে ৫ লাখ ডলার অর্থাৎ ৬ কোটি টাকা প্রাইজমানি জিতেছে রংপুর। এছাড়া গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতে ৫০ হাজার ডলার বা ৬০ লাখ টাকার অর্থ পুরস্কার জিতেছে ক্লাবটি। অর্থাৎ পুরো টুর্নামেন্ট জয়ে ৬ কোটি ৬০ লাখ টাকার অর্থপুরস্কার জিতেছে রংপুর।

এর আগে মাঠের লড়াইয়ে টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে ১৭৮ রান করে রংপুর। জবাব দিতে নেমে ১৮ ওভার ১ বলে ১২২ রান করে অলআউট হয় ভিক্টোরিয়া। 

পুরো টুর্নামেন্টের মতোই ব্যাট হাতে ফাইনাল ম্যাচে ঝলক দেখিয়েছেন সৌম্য সরকার। ৫ ছক্কা ও ৭ চারে তার ৫৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংসই মূলত দলকে জয়ের পথ দেখিয়েছে। ব্যাটিংয়ের শুরুতে তাকে ভালো সঙ্গ দিয়েছেন আরেক ওপেনার স্টিভেন টেলর। যুক্তরাষ্ট্রের এই ওপেনারের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১২৪ রান তোলেন সৌম্য।  

৪৯ বলে ৬৮ রান করে টেলর বিদায় নিলেও শেষ পর্যন্ত উইকেটে ছিলেন সৌম্য। দলের আর কেউ তেমন বড় রানের দেখা না পেলেও শেষদিকে ঝোড়ো ব্যাটিং করে রংপুরকে ১৭৮ রানের পুঁজি এনে দেন এই ব্যাটার।

জবাব দিতে নেমে জো ক্লার্কের ব্যাটে ভালো শুরু পেলেও সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভিক্টোরিয়া। ৩.২ ওভারে দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়ার দলটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি ১২২ রানে অলআউট হয়। ভিক্টোরিয়ার হয়ে ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেছেন জো ক্লার্ক। ব্ল্যাক ম্যাকডোনাল্ড ১৬ ও কারিমা গোর করেন ১৩ রান।

রংপুরের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং। দুটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী, সাইফ হাসান ও রিশাদ হোসেন।

ইউ

অধিকার মর্যাদা নিশ্চিত করতে বৈষম্যগুলো দূর করার আহ্বান

বিপিএল ইতিহাসে প্রথমবার ট্রফি ভ্রমণ

বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রিদে প্রবাসী বাংলাদেশি মিজান সড়ক দুর্ঘটনায় নিহত

কমিশনের খসড়া সুপারিশে অসন্তোষ: আন্দোলনের পথে ২৫ ক্যাডার কর্মকর্তা

চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

স্টল ভাড়া কমানোর দাবিতে বাংলা একাডেমিতে অনশনের ঘোষণা 

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাসের আহ্বান 

ইউসেপ বোর্ড অব গভর্নরসের চেয়ারপারসন হলেন ড. ওবায়দুর 

রাজনৈতিক স্বদিচ্ছা ছাড়া পুলিশের সংস্কার ফলপ্রসূ হবে না

চাঁদাবাজরা যেন ক্ষমতায় আসতে না পারে, সতর্ক থাকুন: হাসনাত

বেলাবতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার

৬ মাসে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দাবি জামায়াতের

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: শহীদদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ