উইমেনআই২৪ প্রতিবেদক: ‘‘পুরুষ শ্রেষ্ঠ আর স্ত্রী জাতি নিকৃষ্ট’ এই পুরানো প্রথা অনেক দেশে বহুকাল থেকে চলে আসছে, তাহা আর নয়াচীনে নাই। আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আজ নয়াচীনে সমস্ত চাকরিতে মেয়েরা ঢুকে পড়ছে । পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করছে । প্রমাণ করে দিতেছে পুরুষ ও মেয়েদের খোদা সমান শক্তি দিয়েই সৃষ্টি করেছে । সুযোগ পেলে তারাও বৈজ্ঞানিক,ঐতিহাসিক,ডাক্তার,যোদ্ধা সকল কিছুই হতে পারে।” -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (আমার দেখা নয়াচীন, পৃষ্ঠা ৯৯)
উইমেনআই২৪//এলআরবি//