উইমেনআই২৪ ডেস্ক: যখন আমাদের মন ঘৃণা ,স্বার্থপর, হিংসা, এবং ক্রোধ দ্বারা মেঘলা হয়ে থাকে,
তখন আমরা কেবল নিয়ন্ত্রনই নয় আমাদের বিচার শক্তিও হারিয়ে ফেলি।
সুখ তৈরি করার মত জিনিস নয়,সেইটা নিজের কর্ম থেকে তৈরি করে নিতে হবে।
সহজভাবে ভাবার নামই ধর্ম। কোথাও কোনও মন্দিরের দরকার নেই।
আমাদের মন আর শরীর, এই দুটোই আসলে মন্দির। এটাই বড় ধর্ম। এটাই বড় জীবনদর্শন।---দলাই লামা।
উইমেনআই২৪//এলআরবি//