উইমেনআই২৪ ডেস্ক: বিয়ের পরদিন যখন তোমার বাড়ি এলাম, আদর করে যে বললে তুই আমার মেয়ের মতো থাকবি।
তবে আজ কেন শাখা না পড়া, সালোয়ার পড়া বা অফিস থেকে ফিরতে লেট হলেই আমার চরিত্রে কালি ছেটাতে তোমায় দু-বার ভাবতে হয়না !
মা বলে তো আমিও ডাকি, আমার মা এর ডাকে তো আমি কখনো পার্থক্য করিনি ! তবে?
‘মেয়ে’ আর ‘মেয়ের মতো’ শব্দ দুটোর বুঝি বিস্তর ফারাক !
মেঘবৃষি্ঠ অপূর্ণা
উইমেনআই২৪//এলআরবি//