ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ১৩ মার্চ ২০২৫

English

রাজনীতি

আওয়ামী লীগের কাছে ২০ আসন চেয়েছে শরিকরা

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২০:২০, ৫ ডিসেম্বর ২০২৩

আওয়ামী লীগের কাছে ২০ আসন চেয়েছে শরিকরা

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকরা আওয়ামী লীগের কাছে ২০টি আসন চেয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ইস্কাটনের বাসায় জোটের তিন নেতার সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধান সমন্বয়ক আমির হোসেন আমু।

তিনি জানান, জোটের আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, গত সংসদে ১৪ দলের ১০ জন সংসদ সদস্য ছিল। এবার দ্বিগুণ প্রার্থীর তালিকা দেওয়া হয়েছে আওয়ামী লীগকে। আলোচনা করে জোটের সব দলের সম্মান রেখেই ফলাফল আসার ব্যাপারে আমরা আশাবাদী। জোটগতভাবে এবারও নৌকা প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৪ দলের প্রার্থীদের আসনে আওয়ামী লীগের কোনো হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী না থাকার ব্যাপারেও আলোচনা চলছে বলে জানান তিনি।

এদিন বিকেলে ১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।

গত সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। এতে সভাপতিত্ব করেন জোটের প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

//এল//

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় মাহমুদউল্লাহ রিয়াদের

ধর্ষণ মামলার আইন সংশোধনে খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় মুডিসের নেতিবাচক রেটিং

১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না: ধর্ম মন্ত্রণালয়

হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের জামিন

জেন্ডার বাজেটের মাধ্যমে বৈষম্য হ্রাসের আহ্বান

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদকারীদের উপর পুলিশের লাঠিপেটা, মহিলা পরিষদের ক্ষোভ

আইবিসিএফ এর টাস্ক কমিটির ৪২তম সভা

মাগুরার শিশুটির শারীরিক অবস্থার অবনতি

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর

উপাধ্যক্ষ খুনের ঘটনায় দম্পতি গ্রেফতার

মবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া ডাক্তার পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা

নবাবগঞ্জে কন্যা শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন

ঘাস কাটতে গিয়ে মিলল তরুণের অর্ধগলিত লাশ

ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন