
সংগৃহীত ছবি
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী খাদিজা আক্তার ঊর্মি ও ব্যারিস্টার তুরিন আফরোজ কে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।
এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা নতুন করে আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
রাজধানীর মিরপুর থানায় মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজ এবং ধানমন্ডি থানার মামলায় খাদিজা আক্তার ঊর্মিকে এ গ্রেফতার দেখানো হয়।
এদিন জুলাই-আগস্টের ধানমন্ডি থানার হত্যা মামলায় ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ শাহ আলম মুরাদকেও গ্রেফতার দেখিয়েছেন আদালত।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় ৮ এপ্রিল তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।
২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মিকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। ওই বছরের ২৭ অক্টোবর রাতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাবির শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মি গ্রেপ্তার করা হয়েছে। তখন ঊর্মির বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের হয়।
এর আগে তারা প্রত্যেকেই কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন।
//এল//