
ছবি সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিগত সরকারের মতো বিএনপি জুলুম করে প্রতিশোধ নিতে চায় না।’
বুধবার (২৩ এপ্রিল) রংপুর বিভাগের এক সাংগঠনিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান আরো বলেন, বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য দেশ ও দেশের মানুষের কল্যাণ, এবং এর মাধ্যমে দল দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য নিবেদিত।
তারেক রহমান বলেন, ‘বিএনপির ৩১ দফা দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে হবে। যদি মানুষের কাছে দলের উদ্দেশ্য ও স্বার্থ পৌঁছানো যায়, তাহলে সমস্ত প্রতিপক্ষকে মোকাবিলা করা সম্ভব হবে।’ তিনি আরো বলেন, ‘বিগত সরকারের কর্মকাণ্ড বিএনপি অনুসরণ করতে চায় না এবং জুলুম করে প্রতিশোধ নেওয়ার চিন্তা তাদের নেই।’
তারেক রহমান আরো বলেন, ‘দেশ গঠনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করা এখন বিএনপির প্রধান কাজ। দলের ওপর সাধারণ মানুষের যে আস্থা রয়েছে, তা ধরে রাখতে হবে, যাতে বিএনপি দেশের জন্য কাজ করতে পারে।’ তিনি দেশের স্বার্থে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এসময় তিনি বলেন, ‘অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, যারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমাদের সম্মিলিতভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’ তিনি নেতাকর্মীদের দেশ গঠন এবং ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করতে আহ্বান জানান।
এই বক্তব্যের মাধ্যমে তারেক রহমান বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে চেয়েছেন, যাতে জনগণের আস্থা ধরে রেখে দলের লক্ষ্য বাস্তবায়ন করা যায়।
ইউ