
ছবি সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপি সংস্কার নিয়ে সিরিয়াস বলেই জাতীয় ঐকমত্য গঠনের আলোচনায় অংশ নিচ্ছে।
তিনি বলেন, ‘কমিশনের মৌলিক প্রস্তাবনাগুলো নিয়ে আলাপ করে আমরা একটি জাতীয় ঐকমত্যের দিকে যেতে চাই। যে সংস্কারে জাতির কল্যাণ হয় সেটিই বিবেচনায় আনা হবে।’
সংবিধানের প্রস্তাবনা, মূলনীতি ও বিচার বিভাগের সংস্কার নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, “বিচারক নিয়োগ ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমাদের অবস্থান মিসলিড করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সব সংস্কার সাংবিধানিকভাবে হওয়া উচিত। বিচার বিভাগের স্বাধীনতা চাই, তবে প্রক্রিয়াটি হতে হবে সাংবিধানিক কাঠামোর মধ্যেই।”
তিনি আরো জানান, স্প্রেডশিটে বিভ্রান্ত সৃষ্টি ও মিথ্যাচার হয়েছে। বিএনপির পক্ষ থেকে পরিষ্কার অবস্থান তুলে ধরা হয়েছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল ও সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
বিএনপি এবং জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে এই ধারাবাহিক আলোচনাকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
ইউ