ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ০৫ এপ্রিল ২০২৫

English

রাজনীতি

৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২২:৩১, ৪ এপ্রিল ২০২৫

৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে রংপুরের কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির জন্য ৩০০ আসনে প্রার্থী দেওয়া বড় চ্যালেঞ্জ, তবে এনসিপি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানান সারজিস। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। যারা নতুন বাংলাদেশ প্রত্যাশা করে, তরুণদের নেতৃত্ব পছন্দ করে, যারা সৎ, যোগ্য মানুষ এমন মানুষকেই আমরা মনোনয়ন দিতে চাই। সেই লক্ষ্য নিয়ে ঈদের পরে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে।

এনসিপির রংপুর জেলার নেতা–কর্মীদের নিয়ে বৈঠক করতে সাংগঠনিক সফরে আজ দুপুরে রংপুরে আসেন সারজিস। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক দল এনসিপি গঠনের মাত্র এক মাস হয়েছে। খুব স্বাভাবিকভাবে এটি একটি বড় চ্যালেঞ্জ যে আমরা শুনতে পাচ্ছি, এক বছরের মধ্যে নির্বাচনের কথা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডিসেম্বর-জানুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া। আমরা মনে করি, এই চ্যালেঞ্জ দিতে আমরা অভ্যস্ত এবং প্রস্তুত।’

এক যুগ ধরে গণমানুষের রাজনীতি ছিল না উল্লেখ করে এনসিপি উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক আরও বলেন, ‘রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আঁধারে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া। এখন যখন আমরা জনগণের রায়ে বাংলাদেশে নতুন করে নির্বাচনের আশা করছি, তখন আমাদের জায়গা থেকে মনে করি, জনগণের কাছে যেতে হবে। কারণ, জনগণ তাদের ভোটাধিকার ফেরত পাবে। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে সংসদে যেতে চাই।’

ঈদপরবর্তী এই সময়ে জাতীয় নাগরিক পার্টির সংগঠকেরা সারা দেশের জেলাগুলোয় সাংগঠনিক সফর করবে বলে জানান সারজিস আলম। তিনি বলেন, ‘আমরা প্রতিটি অলিগলি ও বাড়িতে যাব জনগণের কাছে। আমরা বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখি, যা করতে চাই, আমাদের যা প্রত্যাশা, সেগুলো তুলে ধরতে। জনগণ কী চায়, সেগুলো শুনতে আমরা তাদের কাছে যাব।’

এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক রহমত আলী, জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদসহ জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

//এল//

৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে: বিক্রম মিশ্রি

মুক্তিযুদ্ধের চেতনার বিকাশের সাথে সাথে নারীরা সংগঠিত হয়েছে

মোদিকে স্মৃতিময় ছবি উপহার ড. ইউনূসের

এবার ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয় আলোচনা হলো ড. ইউনূস-মোদির

এবার ফ্ল্যাট বিক্রি করলেন শাহরুখ-গৌরী দম্পতি

ঈদে খাবার খেয়ে বদহজম হলে কী করবেন?

ব্যাংককে বৈঠকে ড. ইউনূস-নরেন্দ্র মোদি

দঃ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

সৌদিতে কারাবন্দি ১০ প্রবাসী ফিরলেন দেশে

গাজার তিন স্কুলে ইসরায়েলি হামলা, ১৮ শিশুসহ নিহত ৩৩

সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য

‘আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে’