ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ০১ এপ্রিল ২০২৫

English

রাজনীতি

প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ফখরুলের মন্তব্য

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ১৬:২৬, ৩০ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ফখরুলের মন্তব্য

ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর একটি ইতিবাচক সফর ছিল এবং এটি বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রবিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জনগণ সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, তবে তিনি দাবি করেন, বিগত সরকারের পক্ষপাতমূলক নীতির কারণে বিদেশি বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে পারেনি।

এছাড়া, নির্বাচনী ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশা প্রকাশ করে তিনি বলেন, দেশের জনগণ আশা করছে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো দাবি করেন, যদি বিএনপির জনপ্রিয়তা নষ্ট করা যায়, তবে গণতন্ত্রবিরোধী শক্তির সুবিধা হবে।

তিনি বলেন, সরকার রাজনৈতিক অভিজ্ঞতার অভাবের কারণে নির্বাচনী রোডম্যাপ তৈরি করছে না। জনগণ সরকারের কাছ থেকে নিরপেক্ষতা আশা করছে, তবে সরকার যদি নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না।

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল আরও বলেন, সরকারের মধ্যে নানা ষড়যন্ত্র চলছে, তবে তিনি মনে করেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই এবং কোনো ধরনের সংস্কারের মাধ্যমে নির্বাচন পিছিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, ‘আমেরিকায় পরিবারতন্ত্র হলে কোনো সমস্যা হয় না, কিন্তু বাংলাদেশে তা নিয়ে সমস্যা তোলা হয়।’ তিনি অভিযোগ করেন, কিছু মহল বাংলাদেশকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়।

এ সময় তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ‘রাজনীতি করা না করা জনগণ ঠিক করবে, তবে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার অবশ্যই করতে হবে।’

নির্বাচন নিয়ে আরো বলেন, ‘যদি নির্বাচনে গড়িমসি হয়, তাহলে আবার রাজপথে নামতে হতে পারে।’ তিনি জানান, অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষতা হারায়, তবে তা গ্রহণযোগ্য হবে না।

মির্জা ফখরুল বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করার চেষ্টা সম্পর্কে বলেন, এটি একটি রাজনৈতিক হীন উদ্দেশ্য। তিনি আরও বলেন, “আমরা অন্য কোনো দেশের স্বার্থ নয়, শুধু নিজের দেশের স্বার্থ দেখবো।”

বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, ‘৮ বছর পর পরিবারসহ ঈদ করছেন বেগম খালেদা জিয়া এবং তিনি খুব সম্ভবত এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।’

ইউ

বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না: উপদেষ্টা মাহফুজ

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘বিভ্রান্তিকর ও একপক্ষীয়’

স্পেনের আলিকান্তে শহরে প্রবাসীদের ঈদ উৎসব

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ২,৭১৯ জনে পৌঁছেছে

ঈদে খুশি ভাগাভাগি: সামর্থ্যবানদের দায়িত্ব ও সম্পর্কের গভীরতা

পৃথিবীতে ফেরার ১৩ দিন পর মুখ খুললেন সুনিতা ও বুচ

একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন পন্থা বের করছে: আমীর খসরু

মাদারীপুরে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবকের প্রাণহানি

মিয়ানমারে গেলো ১৫ টন ত্রাণসহ চিকিৎসক দল

জুলাই অভ্যুত্থানে নারীদের মার্কিন সম্মানজনক পুরস্কার

যাত্রাবাড়ী-সায়েদাবাদে আজও ঘরমুখো মানুষের ভিড়

মার্চে নির্যাতনের শিকার ৩৪ সাংবাদিক: এমএসএফ

ঈদ মিছিলে নাসিরুদ্দিন হোজ্জার পাপেট নিয়ে তুমুল আলোচনা

ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন অনেকে