
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, এবং এর পেছনে একটি ষড়যন্ত্র রয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকালে রাজধানীর লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে এসব মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের মধ্যে এক অস্থির পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এবং মানুষ চায় দেশে স্থিতিশীলতা ফিরে আসুক। তিনি আরও বলেন, দেশের মানুষ কোনোভাবেই আগের পরিস্থিতি ফিরে চায় না। এজন্য সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে যেকোনো মূল্যে সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা করার আহ্বান জানান।
তিনি বলেন, ১৬ বছর ধরে রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন, এবং জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে। তাদের ত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না। তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করার জন্য উদ্ভুদ্ধ করেন।
এসময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরতে তাদের দায়িত্ব পালন করতে হবে।
ইউ