
ছবি সংগৃহীত
জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, ‘২০০৮ সালে জাগপার প্রাপ্ত নিবন্ধন তৎকালীন ইসি ২০২১ সালে অবৈধভাবে বাতিল করে। হাইকোর্টের আদেশে ৪ বছর পর গত ১৯ মার্চ আমরা আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি। ইসিকে সেই বিষয়ে অবগত করেছি। একইসঙ্গেথে বাংলাদেশের গণতন্ত্রকামী এবং অনিবন্ধিত সব রাজনৈতিক দলের জন্য নিবন্ধনের কঠিন নিয়ম সহজ করার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি।’
সোমবার ( ২৪ মার্চ) সকাল ১১ টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের নির্বাচন কমিশনের বৈঠকে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এ মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে জাগপা প্রতিনিধি দলে উপস্থিত ছিলে- সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।
ইউ