ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১৫ মার্চ ২০২৫

English

রাজনীতি

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন রাজনৈতিক নেতারা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ১৫ মার্চ ২০২৫

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন রাজনৈতিক নেতারা

ফাইল ছবি

বাংলাদেশে চার দিনের সফরে এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার সফরের তৃতীয় দিনে শনিবার (১৫ মার্চ) বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংস্কার অবশ্যই করতে হবে, তবে তা দ্রুত শেষ করে নির্বাচনের বিষয়ে আলোচনা করা দরকার। বাকি বিষয়গুলো সংসদে সমাধান করতে হবে, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া।’

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সংস্কার ও নির্বাচন কীভাবে হবে, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জাতিসংঘ মনে করে এদেশের জনগণই তা নির্ধারণ করবে।’ তিনি আরও বলেন, ‘জাতিসংঘ মহাসচিব আশাবাদ ব্যক্ত করেছেন যে, বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা সংস্কার, সুষ্ঠু নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করেছি। জাতিসংঘ মহাসচিব সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বৈঠকে আমাদের অবস্থান তুলে ধরেছি, যেখানে সংস্কার ও গণহত্যার বিচারের বিষয়ে জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি রয়েছে।’ তিনি আরো জানান, ‘সংস্কার ছাড়া নির্বাচন কার্যকর হবে না, তাই এর মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করতে হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘আমরা জাতিসংঘের সহায়তা চেয়েছি যাতে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হয়। এছাড়া, সংস্কার ও নির্বাচনের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য আমাদের অবস্থান তুলে ধরেছি।’

আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘গণহত্যা বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনে দেওয়া সুপারিশ বাস্তবায়নে জাতিসংঘের সাহায্য প্রয়োজন। এছাড়া, এখনও জাতিসংঘের তিনটি প্রতিষ্ঠানে শেখ হাসিনার আত্মীয়রা কাজ করছেন।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবং বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৩ মার্চ (বৃহস্পতিবার) ঢাকায় পৌঁছান এবং শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন।

ইউ

নেত্রকোনায় পথচারীদের মাঝে যুবদলের ইফতার বিতরণ

মাদক বিক্রির অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ নরসিংদী ডিবির ওসির বিরুদ্ধে

‘সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই’

ইরানে হিজাববিহীন নারীদের শনাক্তে ড্রোন ব্যবহৃত হচ্ছে

বিএনএনআরসি’র জাতিসংঘের গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট প্রক্রিয়াকে অনুসমর্থন

এক সপ্তাহের মধ্যে ধর্ষকের শাস্তি কার্যকরের দাবি

নারীর প্রতি সহিংসতা: ‘হেল্প অ্যাপে’ জানালেই হবে এফআইআর

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন রাজনৈতিক নেতারা

নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

রাজশাহীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, একাধিক বগি ক্ষতিগ্রস্ত

হাসিনাকে ফেরাতে জাহাঙ্গীরের ষড়যন্ত্র, ভাইরাল অডিওতে যা শোনা গেল

চা বিক্রি করেই চলে নাসিম শেখের  সংসার

ফেসবুক আইডিতে স্টিকার কমেন্ট করলে কী হয়?

জমে উঠেছে ঈদের কেনাকাটা

ধর্ষণচেষ্টার অভিযোগ: চলন্ত অটোরিকশা থেকে কিশোরীর লাফ