ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ২২ ফেব্রুয়ারি ২০২৫

English

রাজনীতি

তিস্তা অভিমুখে বিএনপির দুই দিনের কর্মসূচি শুরু আজ

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১১:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

তিস্তা অভিমুখে বিএনপির দুই দিনের কর্মসূচি শুরু আজ

সংগৃহীত ছবি

অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে আজ থেকে দুই দিনের কর্মসূচি পালন করবে বিএনপি ও তার মিত্ররা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (১৭ ফেব্রুয়ারি) গাইবান্ধায় এ কর্মসূচি উদ্বোধন করবেন। আর লালমনিরহাট সীমান্তে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি সূত্রে জানা গেছে, ‘জাগো বাহে-তিস্তা বাঁচাও’  স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে আজ থেকে এই কর্মসূচিতে অংশ নেবে বিএনপিসহ মিত্ররা। দিন-রাত টানা ৪৮ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে এ অবস্থান কর্মসূচি পালিত হবে। 

এ ছাড়া দেশের উত্তরের পাঁচ জেলা–লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর ১১ স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেবেন। 

উদ্যোক্তারা জানান, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অভিমুখে পদযাত্রা এবং নদীর দুই তীরে ২৩০ কিলোমিটারজুড়ে অবস্থান কর্মসূচি পালন করবে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ কমিটি। 


পদযাত্রার বিভিন্ন স্থানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

প্রসঙ্গত, তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

//এল//

দিতিকন্যা লামিয়ার গাড়ি ও পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

সাদী আমার জীবনে আশীর্বাদ: পরীমনি

আখতারের ফেসবুক পোস্টে নতুন রাজনৈতিক দলের বার্তা!

বাংলাদেশে পাঠানো ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার গিয়েছিল বেনামি সংস্থায়

এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন 

ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় আরও ৭৬৯ জন গ্রেপ্তার

‘বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব আতাউল গণি ওসমানী’

গৃহকর্মীর অধিকার ও স্বীকৃতির জন্য দৌড়ালেন ২ হাজার মানুষ

কারারুদ্ধ রাশেদ খান মেননের মুক্তির দাবি

‘অন্তহীন বিতর্কযাত্রা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবিতে যুব প্রতিনিধিরা 

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

ডিসেম্বরে নির্বাচন আয়োজনে কতটা প্রস্তুত ইসি

‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’