ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০৫ ফেব্রুয়ারি ২০২৫

English

রাজনীতি

নতুন রাজনৈতিক দল গঠনে জনমত জরিপের ঘোষণা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

নতুন রাজনৈতিক দল গঠনে জনমত জরিপের ঘোষণা

ছবি সংগৃহীত

নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে জনমত জরিপের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’- এ প্রতিপাদ্যে দেশবাসীর মতামত গ্রহণ করবে সংগঠন দুটি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময় উভয় সংগঠনের সদস্যদের জন্য জনমত জরিপ পরিচালনা সংক্রান্ত নির্দেশনা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মুখে গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিবাদী লীগের পতন ঘটে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের সরকার প্রতিষ্ঠিত হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটলেও রাষ্ট্রীয় কাঠামোতে বিদ্যমান ফ্যাসিবাদী উপাদানের বিলোপ ঘটেনি। গণঅভ্যুত্থানের এক দফা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ার কাজ এখনো অসমাপ্ত আছে। এই জনপদের মানুষ ১৯৪৭-এর পাকিস্তান আন্দোলন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি জুলুম-শোষণহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছে। কিন্তু, পূর্বের বিদ্যমান রাজনৈতিক দলগুলো এই আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে বারবার ব্যর্থ হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আরেকবার এ দেশের মানুষের সামনে গাঠনিক মুহূর্ত হাজির হয়েছে। সময়ের পরিক্রমায় ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে অংশগ্রহণ করা দেশের সর্বস্তরের নাগরিকগণের; বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্প তৈরি হয়েছে। কিন্তু, বিদ্যমান রাজনৈতিক দলগুলো তা ধারণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফলে, অভ্যুত্থানের শক্তি ছাত্র-তরুণরা অভ্যুত্থানের মধ্যে দিয়ে সৃষ্টি হওয়া নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্পকে ধারণ করে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জনতাকে সাথে নিয়ে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আসল পরিবর্তন শীতাতপ নিয়ন্ত্রিত অফিসগুলোতে ঘটে না। এ কারণেই আমরা মাঠে আছি, কৃষকদের সাথে আছি, রিক্সাচালকদের কথা শুনব এবং বিরতির সময় পোশাক শ্রমিকদের কথা শুনব। এই দল ওপরে থেকে নয়, জনগণের মধ্যে থেকে উঠে আসবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ স্লোগানে পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্য—সারা দেশে সব কমিটি এবং তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্ককে যুক্ত করা। রিকশাচালক, দোকানদার, দিনমজুর, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদার এবং সর্বস্তরের ১ লাখেরও বেশি মানুষের সঙ্গে যুক্ত হয়ে নতুন রাজনৈতিক দলের ভবিষ্যতের দিকনির্দেশনার বিষয়ে তাদের মতামত চাওয়া এ কর্মসূচির লক্ষ্য।’

সংবাদ সম্মেলেনে বলা হয়, ‘নতুন দলটি কিছু মানুষের নয়, অনেকের কণ্ঠস্বর হতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় বাদ পড়েছে, তাদের প্রতিনিধিত্ব করবে। আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্যে দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি।’

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘এটি আমাদের দেশে একটি নতুন রাজনৈতিক দলের জনমত গ্রহণের উদ্দেশ্যে গৃহীত সবচেয়ে বড় পরামর্শমূলক প্রচেষ্টা। আমরা শুধু একটি দল শুরু করছি না, আমরা এমন একটি আন্দোলন শুরু করছি, যেখানে পোশাক শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত প্রত্যেক নাগরিকের জীবনকে প্রভাবিত করে এমন নীতিগুলো গঠনে মতামত রয়েছে।’

তিনি বলেন, ‘এ উদ্যোগ একটি বহুমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, যা নিশ্চিত করে যে ডিজিটালি সংযুক্ত এবং অফলাইন উভয় ক্ষেত্রেই অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে। যাদের ইন্টারনেট অ্যাক্সেস নেই, তাদের জন্য সরাসরি পূরণ করার ফর্ম ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, প্রযুক্তিনির্ভর জনগোষ্ঠীর কাছে ডিজিটাল ফর্মগুলো হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছে যাবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে প্রতিটি জেলায় ইতোমধ্যে ন্যূনতম ৫০০টি জনমত জরিপ ফরম সরবরাহ করা হয়েছে। এসব ফরম মনোনীত জেলা প্রতিনিধিরা সংশ্লিষ্ট উপজেলাগুলোতে পাঠাবেন এবং একটি অনলাইন/অফলাইন ডাটাবেজে এ-সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করবেন, যেখানে উপজেলাপ্রতি ফরমের সংখ্যা উল্লেখ থাকবে। প্রতিটি ফরমের ইউনিক সিরিয়াল নম্বর কেন্দ্র থেকে দেওয়া হবে, যা সঠিকভাবে সংরক্ষণ ও অনুসরণ করতে হবে।

তথ্য সংগ্রহ ও সংরক্ষণ:
উপজেলা পর্যায়ে জনগণের মতামত সংগ্রহের পর উপজেলা প্রতিনিধিরা নির্দিষ্ট ইউনিক সিরিয়াল নম্বর অনুযায়ী ফরমগুলো জেলা প্রতিনিধির কাছে পাঠাবেন। জেলা প্রতিনিধিরা পূরণ করা ফরমগুলো কেন্দ্রে পাঠাবেন।

সহযোগিতা:
তথ্য সংগ্রহের সময় অবশ্যই সাধারণ জনগণকে ফরম পূরণে সহায়তা করতে হবে, যেন তারা ফরমের জিজ্ঞাসিত বিষয় সম্পর্কে সহজে পড়তে ও বুঝতে পারেন।

নিরপেক্ষতা বজায় রাখা:
জরিপ চলাকালে কোনো জেলা/উপজেলা প্রতিনিধি বা এ-কাজে সংশ্লিষ্ট ব্যক্তি ফরম পূরণকারী ব্যক্তিকে প্রভাবিত করবেন না। যেকোনো ব্যক্তি নিজস্ব মতামত জানাতে পারবেন এবং এ ব্যাপারে তাদেরকে উৎসাহিত করতে হবে।

তথ্য সংগ্রহে বুথ স্থাপন:
জনবহুল এলাকায় ছোটো ছোটো বুথ স্থাপন করতে হবে, যাতে সব শ্রেণি-পেশার মানুষের (শিক্ষক, ছাত্র, আইনজীবী, ডাক্তার প্রকৌশলী, বিকশাচালক, কৃষক, শ্রমিক, দোকানমালিক, ঝাড়ুদার, দিনমজুর, গৃহকর্মী এবং অন্যান্য) কাছ থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়।

টিম লিডারদের জন্য নির্দেশনা
১) প্রতিটি ইউনিটে (জেলা ও উপজেলা সমপর্যায়) একজন প্রতিনিধিকে দায়িত্ব দেবেন।
২) জরিপের শুরুতেই প্রতিটি ইউনিটকে ফরম বিতরণের দৈনিক লক্ষ্য নির্ধারণ করে দেবেন।
৩) প্রতিদিন জমা দেওয়া ফরমের সংখ্যা পর্যবেক্ষণ করতে হবে এবং সকাল-বিকাল দুই শিফট অনুযায়ী অগ্রগতি/ধীরগতি রিপোর্ট করতে হবে। ইউনিট তাদের প্রয়োজন অনুযায়ী ফরম ফটোকপি করতে পারবে।
৪) জেলা ও উপজেলা থেকে কতগুলো পূরণকৃত ফরম কেন্দ্রে পাঠানো হচ্ছে, তা মনিটর করতে হবে।
৫) কাজের পরিধির প্রয়োজনে সংশ্লিষ্ট ইউনিটে ভলান্টিয়ার যুক্ত করা যেতে পারে।
৬) প্রত্যেক প্রতিনিধিকে বলপয়েন্ট কলম রাখতে হবে। (জেলপেন দিয়ে লেখা থেকে বিরত থাকবেন)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক তারিকুল ইসলাম, রিফাত রশিদ প্রমুখ।

ইউ

অমর একুশে বইমেলায় নতুন বই ৯৮টি

মেয়েদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে দ্রুত কার্যকরী পদক্ষেপের আহ্

যেসব উপায়ে দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা পরিত্রাণ সম্ভব

এক্সচেঞ্জ অফারে যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে ২৫% ছাড়ে ওয়ালট

ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে ১.২৩ কোটি টাকা জরিমানা

প্লাস্টিক নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন রিজওয়ানা

নোয়াখালীতে থানার গোলঘরে মারামারি, আটক ৬

কামরুল ইসলামের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নতুন রাজনৈতিক দল গঠনে জনমত জরিপের ঘোষণা

ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপের বিটুসি পরিষেবা মেলা

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় সব আসামি খালাস 

আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা

গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল: জাতিসংঘ

২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

সরিষাবাড়ীত বিএনপির বিক্ষোভ মিছিল