ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ১০ জানুয়ারি ২০২৫

English

রাজনীতি

বিভক্তি এড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের তাগিদ মির্জা ফখরুলের

আবু সালেহ মো. ইউসুফ

প্রকাশিত: ১৫:২৬, ৯ জানুয়ারি ২০২৫

বিভক্তি এড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের তাগিদ মির্জা ফখরুলের

ছবি সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন-সংগ্রামে যার যে অবদান আছে, তা স্বীকার করতে হবে। বিভক্তির রাজনীতি পরিহার করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সংকটময় পরিস্থিতি থেকে মুক্তির জন্য ঐক্যই এখন সবচেয়ে বড় প্রয়োজন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজবন্দীর জবানবন্দী শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

মির্জা ফখরুল বলেন, দেশে এখন অসুস্থ প্রতিযোগিতা চলছে ক্ষমতায় টিকে থাকার জন্য। জনগণের ঐক্য ছাড়া ক্ষমতার স্থায়িত্ব বা স্থিতিশীলতা আনা সম্ভব নয়। এ ৎসময় তিনি সবাইকে বিভাজন এড়িয়ে ঐক্যের রাজনীতিতে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, সংস্কারের জন্য বৈধতা প্রয়োজন, যা শুধু একটি নির্বাচিত সরকার ও পার্লামেন্টের মাধ্যমেই সম্ভব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের সংস্কারের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা অপরিহার্য।

দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে মির্জা ফখরুল বলেন, যারা মুক্তিযুদ্ধকে বিভক্ত করার চেষ্টা করছেন, তারা দেশ ও জনগণকে বিভাজিত করছেন। এ ধরনের উসকানি থেকে দূরে থাকার জন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই দেশে ফিরবেন। দেশের গণতন্ত্র ও স্বাধীনতার দাবি নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা সময়ের দাবি, বিভক্তি নয়, ঐক্যই পারে দেশকে বাঁচাতে।’

ইউ

‘৭১ এর ভূমিকা নিয়ে জামায়াত ক্ষমা না চেয়ে নিজেদের জাস্টিফাই করছে’

লস অ্যাঞ্জেলসে দাবানল: আগুনে ভস্মীভূত হলিউড হিলস

নান্দনিক পরিবেশনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীরা

কালো তালিকাভুক্ত প্রকাশকদের প্যাভিলিয়ন বাতিল

টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

রাখাইনে বিমান হামলায় নিহত ৪০

শমী কায়সারের ব্যবসায়িক তথ্য তলব

‘আলাদিনের চেরাগ নেই যে, সুইচ দিলেন আর বাজার ঠিক হয়ে যাবে’ 

শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা বলছে ফ্যাক্টচেক

নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে কলেরা রোগী বাড়ছে, রবিবার থেকে ভ্যাকসিন প্রয়োগ 

কক্সবাজারের মহেশখালীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ  

জুলাই ঘোষণাপত্র নিয়ে যা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

‘ফেব্রুয়ারির মধ্যেই সবার হাতে নতুন বই পৌঁছাবে’

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি সিইসির