ঢাকা, বাংলাদেশ

সোমবার, পৌষ ১৪ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪

English

রাজনীতি

সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না: ফখরুল

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১১, ২৮ ডিসেম্বর ২০২৪

সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না: ফখরুল

ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘জুলাই বিপ্লব বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ করে দিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে তাদের ভূমিকার জন্য সাধুবাদ জানানোর পাশাপাশি বিপ্লবে সম্পৃক্ত থেকেছে রাজনৈতিক দলগুলো। যেখানে বিএনপিসহ সবাই ১৫ বছর ধরে লড়াই করেছে।’

খালেদা জিয়া ২০১৬ সালে প্রেস কনফারেন্সে ভিশন ২০৩০ ঘোষণার মাধ্যমে সংস্কার প্রস্তাব দিয়েছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সেখানে ক্ষমতার ভারসম্য আনার কথা বলা হয়েছিল। এরপর ২০২২ সালে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাবনা দেওয়া হয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে। সেখানেও এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বলা হয়েছিল।’

‘সুতরাং সংস্কার কোনো নতুন ধারণা না। কেউ যদি দাবি করে তারা এই ধারণা নিয়ে এসেছে তাহলে ভুল করবে,’ যোগ করেন ফখরুল।

সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না। দিনের পর দিন অনির্বাচিত সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া যায় না। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। আল্লাহ চাহেতো আবারো বিএনপি ক্ষমতায় যাবে।’

ফখরুল আরো বলেন, ‘সংস্কার করেন কোনো আপত্তি নেই। কিন্তু দেশের স্থিরতা নিয়ে যে সমস্য তৈরি হয়েছে, সে সমস্যা কেটে যাবে যদি নির্বাচন দেওয়া হয়। বিএনপি সংস্কার চায়, কিন্তু এটাও চায় বেশিদিন অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা থাকা উচিত নয়।’

সরকারের সঙ্গে জড়িতদের মধ্যে অনেকে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন অভিযোগ করে তিনি বলেন, ‘‘তারা রাজনৈতিক মন্তব্য করছেন। জনগণের সমস্য না খুঁজে অনেকে এখন রাজনৈতিক দলগুলোর দোষ খুঁজে বেড়াচ্ছেন।’’

সবার প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা যেন অস্থির না হই, আস্থা না হারাই সরকারের প্রতি। ড. ইউনূস সরকার অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের প্রস্তাবনা দিবেন, সেটাই প্রত্যাশা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সুন্দর সুন্দর কথা বলে হবে না, কাজ করতে হবে। দেশে এখনও পর্যন্ত স্বস্তি ফিরে আসেনি। সরকারকে আরো বেশি গভর্নেন্সের দিকে নজর দিতে হবে। যারা টাকা নিয়ে পালিয়ে গেল তাদের বিরুদ্ধে কোনো উদ্যোগ নেই। কিন্তু সেই আগের মত বাণিজ্য করতে একের পর এক মামলা করা হচ্ছে।’
 
বিএনপি ড. ইউনূসকে সমস্ত সমর্থন দিচ্ছেন উল্লেখ করে তিনি বেলন, ‘তারা দ্রুত সব সমস্যার সমাধানের জন্য নির্বাচন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হবেন বলে আমার আশা। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সবাইকে।’

ইউ

বাংলাদেশের বিরুদ্ধে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

আরেক দফা কমল স্বর্ণের দাম

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল: সম্পাদক পরিষদের প্রতিবাদ

নতুন সম্ভাবনা তৈরি করবে এনার্জিপ্যাক ও পারকিন্স

এনএসইউকে ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চিকিৎসকদের আন্দোলন অব্যাহত

শুনতে পাচ্ছি শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত: মাহফুজ

ফ্রিজ, এসি, টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন 

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী নিহত

থার্ড টার্মিনাল প্রকল্পে ৪০০০ কোটি টাকা আত্মসাত, অনুসন্ধানে দুদক

‘সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি, সীমিত হয়েছে’

চিনিকলে লোকসানের কারণ অনুসন্ধানে তদন্ত কমিশন গঠনসহ ৭ দফা দাবি

ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই: প্রেস সচিব

স্বাস্থ্যসেবায় ফিরছেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা

২৮ দিনে এলো ২৪২ কোটি ডলার র‌্যামিটেন্স