ঢাকা, বাংলাদেশ

বুধবার, কার্তিক ২৮ ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪

English

রাজনীতি

আ.লীগ কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১২:১২, ১০ নভেম্বর ২০২৪

আ.লীগ কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তানে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে আওয়ামী লীগ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নূর চত্বর হয়ে আবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা।


তারা বলেন, বিএনপির বিভিন্ন ইউনিটের আরও নেতাকর্মী গুলিস্তানে উপস্থিত হয়ে বিক্ষোভে যোগ দেবেন।


এদিকে জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেছেন শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দল। সেখানেও উপস্থিত রয়েছেন বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


এর আগে শনিবার আওয়ামী লীগ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রোববার গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায়। পোস্টে আরও বলা হয়, শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল করা হবে।


তাদেরকে প্রতিহত করতে একই দিনে ওই স্থানে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।।

//এল//

প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্তরায়

গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই: উপদেষ্টা নাহিদ

২৪ ট্রেন লিজের চুক্তি বাতিল

কমেছে স্বর্ণের দাম

ট্রাইব্যুনালে র‌্যাবের গুলিতে পা হারানো লিমনের মামলা

জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

রিমান্ড শেষে কারাগারে আমু

আমি মা হওয়ার অপেক্ষায় আছি: সামান্থা

বিশ্বনেতাদের সঙ্গে মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিমিয়

প্রকল্পে যুক্ত হচ্ছে স্থানীয় প্রশাসন ও জনগণ

বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি: রিজভী

ইন্টারপোলের রেড নোটিশে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি

দুর্বল ব্যাংকগুলোর জন্য আরও তারল্য সহায়তার আহ্বান গভর্নরের

সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে কড়াকড়ি, ব্যবসায়ীদের দুর্ভোগ

রিমান্ড শেষে কারাগারে আমির হোসেন আমু