ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, কার্তিক ২২ ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪

English

রাজনীতি

মাইনাস টু ফর্মুলায় যাওয়ার কথা চিন্তাও করবেন না: ফখরুল

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৯:৫৫, ৩ নভেম্বর ২০২৪

মাইনাস টু ফর্মুলায় যাওয়ার কথা চিন্তাও করবেন না: ফখরুল

সংগৃহীত ছবি

মাইনাস টু ফর্মুলা নিয়ে কঠোর হুঁসিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিষ্কার করে বলতে চাই-আবারও ষড়যন্ত্র করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না। এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নিবে না। একবার মাইনাস টু ফর্মুলায় যাওয়ার চেষ্টা করেছিলো। আবারো ওই পথে যাওয়ার কথা কেউ চিন্তাও করবেন না। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ এত চেষ্টা করেও বিএনপিকে ভাঙতে পারেনি।

রোববার (৩ নভেম্বর) রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন একজন বিশিষ্ট সম্মানি ব্যক্তি। বেগম খালেদা জিয়া তাকে শ্রদ্ধা করেন। আমরা তাকে খুবই শ্রদ্ধা করি, সারা পৃথিবীর মানুষও তাকে শ্রদ্ধা করে। সুনাম রক্ষা করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কাজ। সবার কাছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিন। জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় যাবে বিএনপি।

ফখরুল বলেন, একজন উপদেষ্টা বলেছেন- রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে উসখুস করছেন। এমন মন্তব্য দুর্ভাগ্যজনক। আমরা এমন বক্তব্য আশা করি না। আমরা বাংলাদেশকে হাসিনামুক্ত করার জন্য কাজ করেছি। জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধ করছি। দেরি করলে হাসিনারা দ্রুত ফিরে আসবে। অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন। আপনাদের দায়িত্ব দেয়া হয়েছে, জঞ্জাল দূর করুন। আমরা সহযোগিতা করছি, আপনারা সহযোগিতা করুন। আমরা তো ক্ষমতা যেতেই চাই। রাজনৈতিক দল তো করি সেজন্য। নির্বাচন করব, ক্ষমতায় যাব। এটার জন্যই তো রাজনীতি করছি।

আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের সবচেয়ে বড় শিকার বিএনপি, এমন উল্লেখ করে মহাসচিব আরও বলেন, বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, হাজার হাজার জনকে হত্যা করা হয়েছে। তাই বিএনপির ত্যাগ ছোট করে দেখার সুযোগ নেই। এ অবস্থায় নির্বাচন যত দেরিতে হবে, আওয়ামী লীগের তত ফিরে আসার সম্ভাবনা প্রবল বলে মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রকিবুল আলম মজনু প্রমুখ।


 

//এইচ//

সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেপ্তার

ট্রাম্পের জয়ে ড. ইউনূসের অভিনন্দন

সরিষাবাড়ীতে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

বরগুনার পাথরঘাটায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

স্বরূপকাঠিতে শিক্ষক দম্পতি হত্যা, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

কোয়ালিটি ফিডসকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

উজিরপুরে যুবদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়ায় জজকোর্ট আকবরিয়ার ক্যান্টিনের যাত্রা শুরু

নেত্রকোণা প্রাইমারি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ৫১৫ জন

নবাবগঞ্জে মহিলা ডিগ্রী কলেজে নবাগত ছাত্রীদের নবীনবরণ

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা

সামাজিক বনায়ন নিয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা

সারাদেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্প

মার্কিন নির্বাচনে ২ মুসলিম নারীর অনন্য রেকর্ড