রাজধানীর রাজপথের দুই ধারের অলিতে-গলিতে কৃষ্ণচূড়া গ্রীষ্মের রদ্দুরের উত্তাপ গায়ে মেখে নিজকে সাজিয়েছে আপন রক্তিম রঙ্গে। প্রকৃতির এই চোখ ধাঁধানো সাজ ধরা দিয়েছে ধানমন্ডির পাড়া মহল্লা থেকে শুরু করে চন্দ্রিমা উদ্যানের সড়কের দুই ধারে। অগণিত কৃষ্ণচূড়া ফুলের রক্তিম রঙে প্রকৃতি পেয়েছে আরেক বৈচিত্র্য।