সব কিছুর দাম বেড়ে গিয়েছে।
খেটে খাওয়া মানুষগুলো হয়ত একবেলা না খেয়ে টাকা বাঁচানোর চিন্তা করছেন, ক্ষুধা পেটে কাজ করে যাচ্ছেন দিনভর।
এই দুঃসময়ে একবেলা ভরপেট খাবার খেতে তারা আসছেন 'ভালো কাজের হোটেল' এ।
খাবার খেতে চাইলে টাকা-পয়সার এই হোটেলে কোন মূল্য নেই, এখানে শুধু ভালো কাজের দাম রয়েছে।
সুবিধাবঞ্চিত নিম্নবিত্ত ছাড়াও সমাজের সকল স্তরের মানুষ এখানে এসে অত্যন্ত ভালো মানের খাবার ভালো কাজের বিনিময়ে উপভোগ করতে পারবেন। সপ্তাহে ছয় দিন শহরের তিন টি স্থানে চলে এই ভালো কাজের উদ্যোগ।