কালাগির্দি পাখি
Black Redstart পাখিটি আমাদের দেশে কালাগির্দি নামে পরিচিত। এটি এদেশে নিয়মিত পরিযায়ী পাখি।পাখিটির বৈজ্ঞানিক নাম Phoenicurcus Ochruros. কালাগির্দি আকারে দোয়েলের মতো। দৈর্ঘ্য প্রায় ১৩-১৪.৫ সে.মি.,ওজন প্রায় ১২-২০ গ্রাম। পুরুষের দেহ লাল ও কালো। স্ত্রীর দেহ বাদামি হয়ে থাকে। প্রাপ্ত বয়স্ক পুরুষের গাল,গলা,বুক ও ডানা কালো। মাথা ও পিঠ ধূসর রঙের হয়। পেট,লেজ লাল এবং কপালে সাদা লাইন থাকে। স্ত্রীর ক্ষেত্রে পুরো বুক,পিঠ,মাথা ও ডানা লালচে বাদামি। পিঠ কালচে ও লেজ লাল হয়। চোখ বাদামি এবং চঞ্চু কালচে বাদামি। পা কালচে বাদামি হয়ে থাকে। শীতে দেশের বিভিন্ন জায়গায় এ পরিযায়ী পাখি দেখা যায়। বিভিন্ন রকম পোকা, ফলের বীজ খেয়ে থাকে। প্রজননের সময় স্ত্রী গির্দিকে আকর্ষণ করার জন্য পুরুষ পাখি ডাকাডাকি করে ও গান গায়। পুরুষ গির্দি বাসার স্থান নির্বাচন করলেও স্ত্রী পাখি বাসা বানায়। বাসায় স্ত্রী পাখি ৪ থেকে ৬ টি ডিম পাড়ে। অপ্রাপ্তবয়স্ক পাখি ১২ থেকে ১৭ দিন পর বাসা ত্যাগ করে।
রাজশাহী থেকে ছবি পাঠিয়েছেন সাইফুল ইসলাম