মৃৎ শিল্পী
মৃৎ শিল্পীরা ভালোবাসা ও মমতা দিয়ে নিপুণ হাতে তৈরি করে থাকেন নানান তৈজসপত্র, খেলনা। মাটির তৈরি বিভিন্ন পণ্যই তাদের জীবন-জীবিকার হাতিয়ার। কিন্তু কালের বিবর্তনে তাদের ভালোবাসার জীবিকা বিলুপ্তি পথে।রিফাতুন্নবী ক্যামেরায় তুলে ধরেছেন সেইসব শিল্পীদের সংগ্রামের কথা।
কুমার-কুমারীরা দিনরাত হাড়ভাঙ্গা পরিশ্রম করে মাটি দিয়ে তৈরি করছেন বিভিন্ন পণ্য। কিন্তু, তার যথাযথ মূল্য পাচ্ছেন না তারা।
এ পেশার সাথে দীর্ঘ দিন জড়িত থাকা শ্রী শঙ্ক পাল (৫০) জানান, এক ট্রলি মাটির দাম ১০০০টাকা। যা দিয়ে ১০০ পাতিল তৈরি করা যায়। আর ১০০ পাতিল পোড়াতে প্রায় ১৩০০ টাকার খড়ি লাগে।কিন্তু, খরচ হিসেবে পণ্যের মূল্য যা নির্ধারণ করা হয়, তার তুলনায় বাজারে অন্যান্য তৈজসপত্রের দাম কম হওয়ায়, এই পেশায় টিকে থাকা দায়।