
ফাইল ছবি
ভারতের উত্তর প্রদেশের আলিগড় জেলার মাদরাক থানার এক গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের মাত্র ১০ দিন আগে মেয়ের হবু স্বামীর সঙ্গে পালিয়ে গেছেন মা। এই ঘটনায় হতবাক পরিবারসহ পুরো গ্রাম।
স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, মেয়েটির নাম শিবানী এবং তার বিয়ে হওয়ার কথা ছিল রাহুল নামের এক যুবকের সঙ্গে। বিয়ের সব প্রস্তুতি চলছিল জোরেশোরে, ঠিক তখনই শিবানীর মা অনিতা রাহুলের সঙ্গে পালিয়ে যান। শুধু পালিয়ে যাওয়াই নয়, সঙ্গে নিয়ে গেছেন বাড়ির আলমারিতে রাখা সাড়ে ৩ লাখ টাকার নগদ অর্থ এবং প্রায় ৫ লাখ টাকার গয়না।
শিবানী বলেন, ‘গত কয়েক মাস ধরে আমার মা ও রাহুল একে অপরের সঙ্গে ফোনে অনেক কথা বলতেন। মা বাড়ির সমস্ত নগদ টাকা ও গয়না সঙ্গে করে নিয়ে গেছেন, এমনকি দশ টাকাও ফেলে যাননি। এখন তিনি যা খুশি করতে পারেন, কিন্তু আমরা চাই আমাদের টাকা ও গয়না যেন ফেরত দেয়া হয়।’
শিবানীর বাবা জিতেন্দ্র কুমার, যিনি বেঙ্গালুরুতে ব্যবসা করেন। তিনি জানান, তিনি আগেই অনিতা ও রাহুলের মধ্যে ঘনিষ্ঠতার ব্যাপারে সন্দেহ করেছিলেন। তবে বিয়ের তারিখ ঘনিয়ে আসায় তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। তার ভাষায়, ‘আমি শুনেছি, তারা প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা করে কথা বলত। আমি অনেকবার স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন বন্ধ ছিল। পরে রাহুলকেও ফোন করি, শুরুতে সে অস্বীকার করলেও পরে বলে আমি নাকি অনিতাকে ২০ বছর ধরে কষ্ট দিয়েছি, তাই তাকে ভুলে যেতে বলেছে।’
ঘটনার পর মাদরাক থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই অদ্ভুত ও অপ্রত্যাশিত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ইউ