সংগৃহীত ছবি
ইউক্রেনের একটি দাতব্য সংস্থাকে মাত্র ৫১ ডলার সহায়তা দায়ে রুশ বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাশিয়ার একটি আদালত দেন এই রায়। খবর বিবিসির।
৩৩ বছর বয়সী নারী কেসনিয়া ক্যারেলিনা থাকতেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। একটি পারিবারিক সফরে রাশিয়ায় গিয়েছিলেন তিনি। সেখানেই গ্রেফতার করা হয় তাকে।
ক্যারেলিনার বিরুদ্ধে তোলা হয়েছে বিশ্বাঘাতকতার অভিযোগ। রুদ্ধদ্বার শুনানি শেষে লস অ্যাঞ্জেলসের এই বাসিন্দাকে দোষী সাব্যস্ত করে ইয়েকাতেরিনবার্গে ইউরাল শহরের একটি আদালত।
একই আদালত গত জুলাইয়ে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকেও দোষী সাব্যস্ত করেছিল। যদিও বন্দি বিনিময় চুক্তিতে পরে মুক্তি পান। চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হন তিনি।
//এল//