সংগৃহীত ছবি
দিব্যি খবর পড়ছিলেন, এদিকে তাকে বিরক্ত করছিলো একটা মাছি। সেটির তোয়াক্কা না করেই বোস্টনভিত্তিক নিউজ চ্যানেলের একজন সাংবাদিক সরাসরি ওই মাছিটিকে গিলে ফেললেন। বোস্টন ২৫ মর্নিং- চ্যানেলের ওই পেশাদার সংবাদ উপস্থাপকের নাম ভ্যানেসা ওয়েল্চ। লাইভ সম্প্রচারের মাঝখানে একটি মাছি হঠাৎ বিনা আমন্ত্রণে উপস্থিত হয় স্টুডিওতে। তার মুখে, চোখে, নাকে বসে বিরক্ত করতে থাকে। কিন্তু তাতে দমবার পাত্রী নন ভ্যানেসা। সোজা মাছিটিকে গিলে ফেলে সব বিরক্তির অবসান ঘটান তিনি।
অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েও ভ্যানেসা ধৈর্য হারাননি। এমনকি ব্রেকও নেননি। তিনি খবর পড়া এমনভাবে চালিয়ে যান যেন কিছুই ঘটেনি - যা সত্যিকারের পেশাদারিত্বের প্রদর্শন।
ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। নেট ব্যবহারকারীরা বিস্ময়ের সাথে ভ্যানেসার ধৈর্য দেখে অভিভূত।
কিছু দর্শক স্টুডিওয় অবাঞ্ছিত বস্তুর পরিচয় সম্পর্কে সন্দিহান ছিলেন। কেউ কেউ যুক্তি দিয়েছিলেন যে, এটি একটি কালো মাছি বলে মনে হচ্ছে। অন্যরা আবার কালো বস্তুটিকে চোখের পাতা বলে অনুমান করেন।
//এল//