ঢাকা, বাংলাদেশ

সোমবার, পৌষ ১৫ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪

English

মতামত

প্রবাসীদের কষ্ট আর বুকফাটা আর্তনাদ নিয়ে বেঁচে থাকা

আলমগীর দারাইন:

প্রকাশিত: ১০:৪০, ১৮ মার্চ ২০২৪

প্রবাসীদের কষ্ট আর বুকফাটা আর্তনাদ নিয়ে বেঁচে থাকা

ফাইল ছবি

আপনি প্রবাসী, উন্নত দেশে স্থায়ী ভাবে বসবাস করছেন, বাবা-মা মৃত। দেশ এখন আর আপনার নেই। কথাটা আপাত দৃষ্টিতে অবান্তর মনে হলেও সত্যি। প্রবাসী অনেকের মুুখে একই অভিযোগ শোনা যায়, তাদের পৌত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ। দেশে বসবাস করা ভাই-বোন তাদের সম্পত্তি নিয়ে নানা তাল-বাহানা করছে, সম্পত্তি বিক্রি করতে গেলে নানা রকন বাধা, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কখনো  সম্পত্তি বন্টনে প্রবাসী ভাই- বোনকে বাদ দিয়ে সম্পত্তি বন্টন করা হচ্ছে। 

 এদের  অনেকেই শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সম্ভ্রান্ত  পরিবাররের সন্তান। কেন এই নৈতিক অবক্ষয়, অধপতন? এক কথায় লোভ ও সম্পত্তির মূল্য বৃদ্ধি এর কারণ। 

ভাই বোনদের আসল চেহারা দেখবেন যখন পৌত্রিক সম্পত্তি  ভাগ-বাটোয়ারা ও বিক্রি করতে যাবেন। মন থেকে ঝেড়ে ফেলুন, ভুলে যান দেশের কথা, দেশের জন্য মায়া মমতা, ভালোবাসা। দেশে এখনো অনেক মানুষ ভাবে উন্নত দেশ মানে, গাছে ডলার ঝোলে, নাড়া দিলেই পরে। ডলার বাতাসে উড়ে। 

প্রবাসে তারা অনেক ভালো ও সুখে আছে। তাদের কোন টাকার প্রয়োজন নেই। পৌত্রিক সম্পত্তিতে প্রতিটি সন্তানের সমান হক সেটা তারা বেমালুম ভুলে যায়। কখনো কখনো পৌত্রক মূল ভিটাবাড়ী বোনকে বাদ দিয়ে বন্টন করা হয়। বড় ভাইগন তাদের সুবিধা মতো বন্টন করেন। অন্যান্য শরিকদের মতামত  নেওয়া প্রয়োজন মনে করেন না।


যদি আপনার একধিক ভাই-বোন থাকে পিতা- মাতা পৌত্রিক সম্পদ রেখে যান। বাবা-মা মৃত্যুর পূর্বে যদি ভাগ-বাটোয়ারা, দানপত্র দলিল না করে যান, সেই ক্ষেত্রে আপনার  দেশের আপন ভাই বোনই আপনার শত্রু হতে বেশি সময় লাগবে না। 

যারা দীর্ঘদিন প্রবাসে বসবাস করেন পিতা মাতার মৃত্যু পর,  সাথে সাথে আদালত থেকে সকল শরিকের ওয়ারিশনামা  সার্টিফিকেট বের করবেন। একটা বণ্টন নামা তৈরী করতে হবে। নিজেরা না করতে পারলে একজন আইনজীবীর সহায়তা নিন।

বন্টননামাটি রেজিস্ট্রি করবেন এবং তার সত্যায়িত কপি নিয়ে আপনার অংশ নামজারি করবেন। সম্পত্তি বিক্রির ক্ষেত্রে বনটননামার কপি, নামজারি ও পর্চার কপি থাকা আবশ্যিক, জাতীয় পরিচয় পত্রের (এন আই ডি) সাথে বাংলাদেশী পাসপোর্ট থাকলে ভালো। সম্ভবতঃ নতুন আইনে অন্যান্য শরিককে বিক্রির পূর্বে নোটিশ দেওয়া বিধান সংযুক্ত করা হয়েছে ।

প্রথমে ভুল করবেন যদি আপনি দয়া বসত কোন ভাই বোনের  ভোগ দখলের সুযোগ করে দেন। বন্টননামা, রেজিস্ট্রি ও নামজারি  না করনে। সম্পত্তির মূল্য বৃদ্ধির সাথে সাথে সম্পত্তির উপর ভোগ দখলকৃত ভাই বোনের নজর পরবে। তখন নতুন বন্টন নামার প্রশ্ন তুলবে, নানা ভাবে বাধার সম্মুখিন হবেন। তারা তখন বলবে  বাবা মা এই সম্পত্তি তাদেকে মৌখিক ভাবে দান করে গিয়েছিলেন ইত্যাদি, নতুন নতুন তত্ত্ব বের হতে থাকবে। বাজার মূল্য থেকে কম দামে আপনাকে তাদের কাছে বিক্রি কারতে বাধ্য করবে। যদি আপনি সঠিক দামে অন্য কোথায় বিক্রি করেন। সাথে সাথে আপনি পৃথিবীর এক নম্বর   শত্রুতে রুপান্তরিত হবেন। ভাই বোনদের কাছে আপনি অতি খারাপ মানুষ বলে বিবেচিত হবেন। সমাজে ও আত্মীয় স্বজনের নিকট আপনার নামে মিথ্যে নিন্দা ছড়াতে থাকবে। যেহেতু আপনি প্রবাস থেকে দীর্ঘদিন দেশে অবস্থান করেন, পৌত্রিক সম্পত্তি সংক্রান্ত দেশীয় আইনে দীর্ঘমেয়াদী জটিলতা নিষ্পতি করতে পারবেন না। সেই সুযোগটা আপনার দেশের ভাই-বোন নেবে।


অতএব প্রবাসী ভাই বোনেরা সাবধান।

লেখক: আলমগীর দারাইন 
 ক্যালগেরি, কানাডা

//এল//

‘ডিজিটাল জগতে নিরাপত্তার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে’

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা 

ছাত্রদল সভাপতির সঙ্গে দীপ্তির বাকবিতণ্ডা, হাসনাতের প্রতিবাদ 

ফের ৪৩তম বিসিএসের প্রজ্ঞাপন, আরও ১৬৮ প্রার্থী বাদ

‘ঘোষণাপত্র’ ঘিরে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা 

কমলাপুর রেলস্টেশনের মনিটরে হঠাৎ পর্নোগ্রাফি, ভাঙা হলো ইট ছুঁড়ে

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে মোবাইল কোর্ট

ব্রহ্মপুত্র নদ দখল-দূষণ মুক্ত করতে হবে

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

প্রান্তিক নৃ-গোষ্ঠীর অধিকার সুরক্ষায় গণমাধ্যমগুলোকে তৎপরের আহ্বান

সীমান্তে বিজিবি সদস্যদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট

গুজব ছড়িয়ে হয়রানির নিন্দা ৬৬ বিশিষ্ট নাগরিকের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চালিয়ে যেতে হবে: ব্যারিস্টার একেএম কামরু

বানারীপাড়ায় দৃর্বৃত্তদের হামলায় পক্ষাঘাতগ্রস্ত রোগী গুরুতর আহত