ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ২৮ এপ্রিল ২০২৫

English

জাতীয়

বগুড়ায় নতুন সিটি করপোরেশন গঠন: গণবিজ্ঞপ্তি জারি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ২৭ এপ্রিল ২০২৫

বগুড়ায় নতুন সিটি করপোরেশন গঠন: গণবিজ্ঞপ্তি জারি

ফাইল ছবি

বগুড়া পৌরসভাকে নতুন সিটি করপোরেশনে রূপান্তরিত করতে সরকার একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। রবিবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এই বিজ্ঞপ্তি জারি করেন। এতে বগুড়া পৌরসভা দেশের বৃহত্তম সিটি করপোরেশনগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ এপ্রিল জেলা প্রশাসককে একটি পত্র পাঠানো হয়েছিল, যাতে সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করার নির্দেশনা ছিল। গত ২৮ এপ্রিলের মধ্যে গণবিজ্ঞপ্তি জারি করার কথা বলা হলেও, জেলা প্রশাসক একদিন আগেই তা বাস্তবায়ন করেছেন।

হোসনা আফরোজা জানান, বিদ্যমান আইনের অনুযায়ী, সিটি করপোরেশন বাস্তবায়ন করতে হলে পৌর এলাকার জনসংখ্যা কমপক্ষে চার লাখ হতে হবে, যা বগুড়ায় প্রায় সাড়ে চার লাখ। এছাড়া জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে তিন হাজার হলেও, বগুড়ায় রয়েছে পাঁচ হাজার ৮৪৩ জন।

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার বলেন, ‘বগুড়াবাসী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছে, তাই উন্নয়নের স্বার্থে সিটি করপোরেশন গঠনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’

এছাড়া জেলা প্রশাসক বলেন, ‘বগুড়ার উন্নয়নে সিটি করপোরেশন গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি বাস্তবায়িত হলে শহরের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।’

বগুড়া পৌরসভা ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৪ সালে আয়তন বৃদ্ধি পেয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার হয়ে ওঠে। সিটি করপোরেশন গঠনের জন্য এই আয়তন এবং জনসংখ্যা যথেষ্ট।

পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান জানান, বগুড়া একটি গ্রোয়িং সিটি এবং এটি দ্রুত সিটি করপোরেশনে পরিণত হওয়া উচিত ছিল।

জেলা প্রশাসক আরও জানান, সিটি করপোরেশন গঠন সংক্রান্ত কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এবং গণবিজ্ঞপ্তি জারির পর ১০ দিনের মধ্যে জনগণের মতামত সংগ্রহ করা হবে।

ইউ

শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না মোদি: ড. ইউনূস

অনির্দিষ্টকালের জন্য ইউআইইউ বন্ধ ঘোষণা

গাজায় ইসরায়েলের হামলায় প্রাণহানি ছাড়াল ৫২ হাজার ২০০

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

এস আলমের হাজার বিঘা জমি জব্দের আদেশ

ইন্টারপোলের মাধ্যমে পুতুলের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ

১৭টি পাথর কোয়ারির ইজারা প্রদান স্থগিত করেছে সরকার

এসআই নিয়োগের ফল প্রকাশ, ৫৯৯ জনকে নিয়োগের সুপারিশ

অবশেষে কাশ্মীরে হামলার চাঞ্চল্যকর তথ্য সামনে এলো

বগুড়ায় নতুন সিটি করপোরেশন গঠন: গণবিজ্ঞপ্তি জারি

সরকার দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে: আসিফ মাহমুদ

দুই উপদেষ্টার এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে গোয়েন্দা কার্যক্রম শুরু

শিগগির দেশে ফিরছেন খালেদা জিয়া

চলন্ত প্রাইভেটকারে ছিনতাইকারী এসে ছোঁ মেরে টান দিল ব্যাগ

আ.লীগের আরেক সাবেক এমপি গ্রেপ্তার