
ছবি সংগৃহীত
কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সবসময় সমর্থন করে এবং উভয় দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে প্রস্তুত।
রবিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট—আমরা এ অঞ্চলে শান্তি চাই। ভারত ও পাকিস্তান দুই বন্ধুপ্রতিম দেশ। তাদের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তপ্ত থাকলেও আমরা চাই না কোনো বড় ধরনের সংঘাত সৃষ্টি হোক।’
মধ্যস্থতার বিষয়ে সরাসরি কোনো উদ্যোগের কথা অস্বীকার করে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের এগিয়ে গিয়ে কিছু করার প্রয়োজন নেই। তবে তারা যদি আমাদের সহায়তা চায়, তাহলে আমরা অবশ্যই বিবেচনা করব।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই তারা নিজেদের মধ্যেই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাক। আন্তর্জাতিকভাবে আমরা দেখেছি, কয়েকটি দেশ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। আমাদের লক্ষ্যও সেই একই—উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক।’
এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা ফের বাড়তে শুরু করেছে।
ইউ