
সংগৃহীত ছবি
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
আজ শুক্রবার এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যাওয়া নিরীহ পর্যটকদের উপর এ ধরনের হামলা প্রকৃতপক্ষে মানবতার উপর হামলা।
বিবৃতিতে উদীচীর নেতৃবৃন্দ বলেন, ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে দুদেশের মধ্যে বিবাদ চলছে। বেশ কয়েকবার যা রক্তক্ষয়ী সংঘর্ষেও রূপ নিয়েছে। এছাড়া, কাশ্মীরে বেশ কিছু জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন সক্রিয় যাদের পেছনে পাকিস্তানের সরাসরি মদদ রয়েছে বলে অভিযোগ ভারতের। বিভিন্ন সময় সেসব সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে, যার সবশেষ উদাহরণ গত ২২ এপ্রিল মঙ্গলবার পর্যটকদের উপর হামলা। সেদিন বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের হত্যা করেছে হামলাকারীরা। সন্ত্রাসীদের প্রতিহত করতে গিয়ে মারা যান স্থানীয় ঘোড়সওয়ার আদিল হুসেন শাহ।
জন্মলগ্ন থেকেই যেকোন ধরনের উগ্রবাদ, সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার উদীচী। কাশ্মীরে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যুকে ঘিরে উপমহাদেশের কোথাও নতুন করে যেন সাম্প্রদায়িকতা বা সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে উদীচী। একইসাথে সব ধরনের সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।
//এল//