
ফাইল ছবি
দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে শেখ পরিবারের চার সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন, তার ভাই শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল এবং বাগেরহাট-২ আসনের সাবেক এমপি শেখ তন্ময়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতির অভিযোগে চারজনের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা চাওয়া হয়।
আদালতে দুদকের পক্ষে উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব সম্পদ বিদেশে হস্তান্তরের চেষ্টা এবং অভিযুক্তদের দেশত্যাগের আশঙ্কা রয়েছে। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে, এমন আশঙ্কার ভিত্তিতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
আদালত শুনানি শেষে অভিযোগের গুরুত্ব বিবেচনায় চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
ইউ