
ছবি সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক—এমন প্রত্যাশা জানিয়েছে অস্ট্রেলিয়া। সেইসঙ্গে প্রয়োজনে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করেছে দেশটি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি।
তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার আমাদের সময় দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। আমরা আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছি। অস্ট্রেলিয়া আশা করে, এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছি এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সহযোগিতা দিতে প্রস্তুত।’
এর আগে বিভিন্ন দেশের কূটনীতিকরাও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আহ্বান জানিয়েছিলেন। অনেক দেশ নির্বাচন সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে।
ইতোমধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) নির্বাচন কমিশনকে নির্বাচনি উপকরণ সরবরাহসহ বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬ সালের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
ইউ