
ছবি সংগৃহীত
বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের ‘থ্রি জিরো ক্লাব’ গঠনের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিনটি শূন্যের একটি বিশ্ব’ শীর্ষক ভাষণে তিনি বলেন, ‘বিশ্বকে বদলে দিতে বড় কোনো প্রতিষ্ঠান নয়, বরং মাত্র পাঁচজন তরুণও থ্রি জিরো ক্লাব গঠনের মাধ্যমে বড় পরিবর্তনের সূচনা করতে পারে।’
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এই তথ্য জানান।
‘থ্রি জিরো’ ধারণাটি মূলত তিনটি লক্ষ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিঃসরণ। অধ্যাপক ইউনূস বলেন, এই তিনটি লক্ষ্য অর্জনের মধ্য দিয়েই একটি টেকসই ও ন্যায়ভিত্তিক পৃথিবীর দিকে এগিয়ে যাওয়া সম্ভব।
বিশ্বজুড়ে তরুণ সমাজকে এ ক্লাব গঠনের মাধ্যমে সামাজিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ইউ