ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ২৩ এপ্রিল ২০২৫

English

জাতীয়

‘বিদ্যুৎ চাহিদা ২০৪১ সালে ৫৮ হাজার ৪১০ মেগাওয়াটে পৌঁছাবে’

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৩৮, ২৩ এপ্রিল ২০২৫

‘বিদ্যুৎ চাহিদা ২০৪১ সালে ৫৮ হাজার ৪১০ মেগাওয়াটে পৌঁছাবে’

ছবি: উইমেনআই২৪ ডটকম

বাংলাদেশে বিদ্যুৎ চাহিদা আগামী ২০৪১ সালের মধ্যে ৫৮ হাজার ৪১০ মেগাওয়াটে পৌঁছাবে বলে ধারণা করছেন একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির। তিনি জানান, এই চাহিদা পূরণের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

বুধবার (২৩ এপ্রিল), বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)-এ শুরু হয়েছে ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫’ নামে দেশের প্রথম নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক উৎসসে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে একশনএইড বাংলাদেশ, বুয়েট এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি)। উৎসবের মূল উদ্দেশ্য হলো নবায়নযোগ্য জ্বালানি খাতে নীতিগত সংস্কার, উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি ন্যায্য, সবুজ জ্বালানি রূপান্তরের রূপরেখা তৈরি করা।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একটি প্রতীকী ভাস্কর্য উন্মোচনের মাধ্যমে এই উৎসবের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা উৎসব প্রাঙ্গণে স্থাপিত উদ্ভাবন ও প্রযুক্তি মেলা পরিদর্শন করেন, যেখানে দেশীয় উদ্ভাবকরা নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক অত্যাধুনিক প্রযুক্তি এবং ধারণা প্রদর্শন করেন। কর্পোরেট খাতের প্রতিষ্ঠানগুলোও তাদের নবায়নযোগ্য জ্বালানি পণ্য ও সেবা তুলে ধরে।

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা এবং অংশগ্রহণকারীরা ‘ইয়ুথ হাব’-এ তরুণদের জন্য উন্মুক্ত ও সৃজনশীল প্ল্যাটফর্মে আলোচনা, কর্মশালা, কুইজ এবং নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণ করেন।

এসময় একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবিরের সভাপতিত্বে 'দ্য এনার্জি অ্যাওকেনিং: জাস্টিস, ইনোভেশন অ্যান্ড পাওয়ার টু দ্য পিপল' শীর্ষক একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।

উদ্বোধনী অধিবেশনে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ১০০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি অর্জনের লক্ষ্যমাত্রা পুনর্ব্যক্ত করা হয়। এছাড়া, অন্তর্ভুক্তিমূলক, অর্থায়ন-বান্ধব ও জন-বান্ধব সমাধানের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশনের ডেভেলপমেন্ট কো-অপারেশন অ্যান্ড মিনিস্টার কাউন্সিলর প্রধান ড. মাইকেল ক্রেইজা বলেন, “ইইউ ১.৩ বিলিয়ন ইউরো প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সহায়তা করতে চাই।” তিনি আরও বলেন, ‘জ্বালানি কাঠামো সংস্কারের প্রয়োজন রয়েছে এবং নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশা করছি।’

সিটি ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির জন্য বেসরকারি পুঁজি আকৃষ্ট করতে হবে, অর্থায়নের সেতুবন্ধন তৈরি করতে হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে।’

ইডকল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরশেদ বলেন, ‘কর হ্রাস এবং সুদের হার কমালে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানো সম্ভব হবে।’

এদিন নবায়নযোগ্য জ্বালানির সামাজিক ও পরিবেশগত প্রভাব, নীতি ও সুশাসন, অর্থায়ন ও বিনিয়োগ, অবকাঠামো ও প্রযুক্তি, নারীর অংশগ্রহণ এবং জলবায়ু ও ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য তরুণদের ভূমিকা নিয়ে তিনটি নীতি সংলাপ অনুষ্ঠিত হয়। এসব সংলাপে জ্বালানি বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকরা বিস্তারিত আলোচনা করেন।

পরবর্তীতে এসব আলোচনা থেকে উঠে আসা সুপারিশগুলো একটি কার্যকর জ্বালানি রূপান্তর নীতিমালা প্রণয়নের জন্য পরবর্তীতে নীতি নির্ধারকদের কাছে উপস্থাপন করা হবে।

আগামীকাল উৎসবের দ্বিতীয় এবং সমাপনী দিনে আরও তিনটি গুরুত্বপূর্ণ নীতি সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া, নবায়নযোগ্য জ্বালানি খাতে স্থানীয় উদ্ভাবকদের বিনিয়োগকারীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ‘পাওয়ারপিচ’ নামে একটি বিশেষ সেশনের আয়োজন করা হবে, যেখানে উদ্ভাবকরা তাদের আইডিয়া তুলে ধরবেন। সবশেষে, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।

এই উৎসবের মাধ্যমে জ্বালানি রূপান্তর নীতির পক্ষে সমর্থন তৈরি, উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতির প্রদর্শন, এবং প্রান্তিক জনগণ, তরুণ, নারী ও নাগরিক সংগঠনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

ইউ

২০২৬ সালের মার্চে বসছে দশম বাংলাদেশ গেমস

বিএনপি জুলুম করে প্রতিশোধ নিতে চায় না: তারেক রহমান

নোয়াখালীতে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

‘বিদ্যুৎ চাহিদা ২০৪১ সালে ৫৮ হাজার ৪১০ মেগাওয়াটে পৌঁছাবে’

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্বর্ণের দাম এবার কমলো

নোয়াখালীতে অফিস ঢুকে প্রধান শিক্ষককে মারধর

কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

মোহাম্মদপুরে খাল উদ্ধারে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

ঢাকায় আওয়ামী লীগের আরো তিন নেতা গ্রেফতার

কাশ্মীরে হামলা: ভারত-পাকিস্তান ফের সংঘাতের আশঙ্কা

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে: বিশ্বব্যাংক

১৮৫ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান 

আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে না: হাইকোর্ট

শুধুই ‘পিওনি’ ফুলের ছবি আঁকেন তিনি